ছয়ে ছক্কা!একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে সিংহাসন ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। লক্ষ্মীবারে লঙ্কান বধের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। (ছবি:টুইটার)
অন্যদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কার অবস্থা খুব একটা ভালো না। ছয় ম্যা মাত্র ২ টিতে সাফল্য। বিশ্বকাপের মঞ্চে অতীতে কত বার মুখোমুখি হয়েছে দুই দল? কে জিতেছে কত বার? চোখ বুলিয়ে নিন এক বার। (ছবি:X)
ওয়ান ডে ফরম্যাটে ১৬৭ বার মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। তার মধ্যে ৯৮ বার শ্রীলঙ্কাকে হারিয়ে সাফল্য পেয়েছে ভারত। (ছবি:X)
অন্যদিকে ৫৭ বার ভারতকে পরাস্ত করেছে শ্রীলঙ্কা। বাকি ১১ ম্যাচ অমীমাংসিত। প্রথম ১৯৭৯ বিশ্বকাপে দেখা হয়েছিল দুই দলের। (ছবি:X)
সেই ম্যাচে ৪৭ রানের ব্যবধানে ভারতের কাছে হারে লঙ্কানরা। এ ছাড়া ওডিআই বিশ্বকাপের মঞ্চে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। (ছবি:X)
এতে দুই দলের সাফল্যই সমান। ৪ বার জয় পেয়েছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কাও তাই। ৪ ম্যাচে জয় পেয়েছে তারা। (ছবি:X)
তবে চলতি বিশ্বকাপে সেই ছন্দে দেখা যায়নি শ্রীলঙ্কাকে। একের পর চোট আতঙ্কে জর্জরিত লঙ্কান শিবির। শুরুতেই চোট পান অধিনায়ক দাসুন শনাকা। (ছবি:X)
বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। বিশ্বকাপ চলাকালীন চোটের কবলে পড়েন লাহিরু কুমারা। এ বার পরিস্থিতিতে সামলে ভারতের বিরুদ্ধে জয়ের সন্ধানে নামবে শ্রীলঙ্কা। (ছবি:X)