ক্রিকেটের নন্দনকাননে দুই সবুজের লড়াই। আজ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ। টাইগারদের হয়ে গলা ফাটাতে গ্য়ালারি ভরিয়েছেন সমর্থকরা। (ছবি:রাহুল সাধুখাঁ)
প্রিয় দলের টানে কলকাতায় এসেছেন টাইগার ফ্য়ানেরা। এর আগে ইডেনের মাটিতেই নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসানরা। তবে ডাচদের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। (ছবি:রাহুল সাধুখাঁ)
আজ, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সন্ধানে বাংলাদেশ। দলের হয়ে সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছেন ভক্তরা। ফ্য়ানেদের উন্মাদনার ছবি ধরা পড়েছে TV9 Bangla-এর ক্যামেরায়। (ছবি:রাহুল সাধুখাঁ)
জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন টাইগাররা। দল বেঁধে কখনও তুলছেন স্লোগান, কখনও আবার প্রিয় তারকার নামে ধ্বনি দিচ্ছেন। গ্যালারি জুড়ে আজ শুধুই সবুজ। (ছবি:রাহুল সাধুখাঁ)
নানা রকমভাবে সেজে এসেছেন সমর্থকরা। বাঘ সেজেও হাজির হয়েছেন কেউ-কেউ। বাঘের আদলে বডি পেইন্টে নজর কাড়ছেন অনেকেই। (ছবি:রাহুল সাধুখাঁ)
একটাই আশা, জিতুক দল। কলকাতায় এসে এর আগে কেউ-কেউ পুজো কার্নিভ্যালেও সামিল হয়েছিলেন। ম্যাচ দেখার পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন তাঁরা। (ছবি:রাহুল সাধুখাঁ)
জুটি বেঁধেও দলের সমর্থনে এসেছেন কেউ-কেউ। বেশ অন্যরকম সেজে হাজির হয়েছেন এই জুটি। গ্যালারি থেকে সাকিবদের মনের জোর বাড়াচ্ছেন এই সব ফ্য়ানেরাই। (ছবি:রাহুল সাধুখাঁ)
ইডেনের বাইরে ঢেলে বিক্রি হচ্ছে বাংলাদেশের জার্সি। সেখান থেকে জার্সি কিনে নিয়ে স্টেডিয়ামে ঢুকছেন দর্শকরা। বাবা-মায়ের হাত ধরে খেলা দেখতে এসেছে শিশুরাও। (ছবি:রাহুল সাধুখাঁ)