India vs Ireland: দ্রুততম সেঞ্চুরি-সর্বাধিক স্কোর-সবচেয়ে বড় জয়! ক্লিনসুইপ করলেন স্মৃতিরা…

India Women's Cricket: অবিশ্বাস্য বললেও কম হয়। এক ম্যাচ, একাধিক রেকর্ড। সেটা ব্যক্তিগত এবং দলগতও। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজও জিতল ভারত। বিশ্বকাপের বছরে ভারতের প্রাপ্তি এক নতুন ওপেনার। যিনি এই সিরিজের উঠতি প্রতিভা বলা যায়। প্রতীকা রাওয়াল। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানও করলেন। আরও একঝাঁক রেকর্ড।

| Updated on: Jan 15, 2025 | 6:58 PM
অবিশ্বাস্য বললেও কম হয়। এক ম্যাচ, একাধিক রেকর্ড। সেটা ব্যক্তিগত এবং দলগতও। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজও জিতল ভারত।

অবিশ্বাস্য বললেও কম হয়। এক ম্যাচ, একাধিক রেকর্ড। সেটা ব্যক্তিগত এবং দলগতও। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজও জিতল ভারত।

1 / 8
বিশ্বকাপের বছরে ভারতের প্রাপ্তি এক নতুন ওপেনার। যিনি এই সিরিজের উঠতি প্রতিভা বলা যায়। স্মৃতি মান্ধানার ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়াল।

বিশ্বকাপের বছরে ভারতের প্রাপ্তি এক নতুন ওপেনার। যিনি এই সিরিজের উঠতি প্রতিভা বলা যায়। স্মৃতি মান্ধানার ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়াল।

2 / 8
কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানও করলেন প্রতীকা। রানের নিরিখে ভারতীয় মহিলা দলের সবচেয়ে বড় জয়ে আরও একঝাঁক রেকর্ড।

কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানও করলেন প্রতীকা। রানের নিরিখে ভারতীয় মহিলা দলের সবচেয়ে বড় জয়ে আরও একঝাঁক রেকর্ড।

3 / 8
এই সিরিজের আগে মেয়েদের আন্তর্জাতিক ওয়ান ডে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৫৮। গত ম্যাচেই ৩৭০ রান করেছিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারত।

এই সিরিজের আগে মেয়েদের আন্তর্জাতিক ওয়ান ডে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৫৮। গত ম্যাচেই ৩৭০ রান করেছিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারত।

4 / 8
তৃতীয় ওয়ান ডে-তে সেঞ্চুরির রেকর্ড গড়েন স্মৃতি মান্ধানা। ভারতীয়দের মধ্যে মেয়েদের ক্রিকেটে দ্রুততম ওডিআই সেঞ্চুরি। মাত্র ৮০ বলে ১৩৫ রানে থামে তাঁর ইনিংস।

তৃতীয় ওয়ান ডে-তে সেঞ্চুরির রেকর্ড গড়েন স্মৃতি মান্ধানা। ভারতীয়দের মধ্যে মেয়েদের ক্রিকেটে দ্রুততম ওডিআই সেঞ্চুরি। মাত্র ৮০ বলে ১৩৫ রানে থামে তাঁর ইনিংস।

5 / 8
কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি স্মরণীয় করে রাখলেন প্রতীকা রাওয়ালও। ১২৯ বলে ১৫৪ রান করেন প্রতীকা। সঙ্গে রিচা ঘোষের ক্যামিও। প্রথম বার ৪০০ পার ভারতের। ৪৩৫-৫ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বাধিক স্কোর এবং বিশ্বে চতুর্থ।

কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি স্মরণীয় করে রাখলেন প্রতীকা রাওয়ালও। ১২৯ বলে ১৫৪ রান করেন প্রতীকা। সঙ্গে রিচা ঘোষের ক্যামিও। প্রথম বার ৪০০ পার ভারতের। ৪৩৫-৫ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বাধিক স্কোর এবং বিশ্বে চতুর্থ।

6 / 8
বল হাতে কামাল দীপ্তি শর্মা ও তনুজা কানওয়ারের। দীপ্তি ৩ ও তনুজা ২ উইকেট নেন। তিতাস, সায়লী এবং মিন্নু মনি একটি করে উইকেট নেন। মাত্র ১৩১ রানেই অলআউট।

বল হাতে কামাল দীপ্তি শর্মা ও তনুজা কানওয়ারের। দীপ্তি ৩ ও তনুজা ২ উইকেট নেন। তিতাস, সায়লী এবং মিন্নু মনি একটি করে উইকেট নেন। মাত্র ১৩১ রানেই অলআউট।

7 / 8
আয়ারল্যান্ডকে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। মেয়েদের ওডিআইতে রানের নিরিখে ভারতের সবচেয়ে বড় জয়। প্রতীকা রাওয়াল সিরিজে ৩১০ রান করেন। ম্যাচের পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও প্রতীকার। সব ছবি : BCCI

আয়ারল্যান্ডকে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। মেয়েদের ওডিআইতে রানের নিরিখে ভারতের সবচেয়ে বড় জয়। প্রতীকা রাওয়াল সিরিজে ৩১০ রান করেন। ম্যাচের পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও প্রতীকার। সব ছবি : BCCI

8 / 8
Follow Us: