India vs Ireland: দ্রুততম সেঞ্চুরি-সর্বাধিক স্কোর-সবচেয়ে বড় জয়! ক্লিনসুইপ করলেন স্মৃতিরা…
India Women's Cricket: অবিশ্বাস্য বললেও কম হয়। এক ম্যাচ, একাধিক রেকর্ড। সেটা ব্যক্তিগত এবং দলগতও। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজও জিতল ভারত। বিশ্বকাপের বছরে ভারতের প্রাপ্তি এক নতুন ওপেনার। যিনি এই সিরিজের উঠতি প্রতিভা বলা যায়। প্রতীকা রাওয়াল। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানও করলেন। আরও একঝাঁক রেকর্ড।
Most Read Stories