Paris Olympics 2024: টোকিও অলিম্পিকে ছিলেন, এ বার প্যারিস যাবেন ভারতের বিষ্ণু সর্বানন
Vishnu Saravanan: চলতি বছরে রয়েছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। একাধিক ভারতীয় অ্যাথলিটকে সেখানে দেখা যাবে। ভারতীয় নৌচালক বিষ্ণু সর্বানন এ বার পেলেন প্যারিস অলিম্পিকের টিকিট। টোকিও অলিম্পিকে তিনি ভারতের হয়ে পারফর্ম করেছিলেন। এ বার প্যারিসেও দেখা যাবে বিষ্ণু সর্বাননকে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হওয়া ILCA World Championship 2024 ইভেন্টে প্যারিস অলিম্পিকের কোটা অর্জন করেছেন বিষ্ণু।
1 / 8
অ্যাডিলেডে হওয়া ILCA World Championship 2024 ইভেন্টে ৫৩টি দেশের ১৫৩ জন নৌচালক অংশ নিয়েছিলেন। সেখান থেকে মোট ৭ জন নৌচালকের প্যারিস অলিম্পিকের কোটা অর্জন করার সুযোগ ছিল।
2 / 8
বিষ্ণু সর্বানন সেই ভাগ্যবান ভারতীয় নৌচালক, যিনি অ্যাডিলেড থেকে পেয়েছেন প্যারিস অলিম্পিকের টিকিট। তিনিই প্রথম ভারতীয় নৌচালক যিনি প্যারিস অলিম্পিকে সেলিংয়ে খেলার সুযোগ পেলেন।
3 / 8
অ্যাডিলেডে হওয়া ILCA World Championship 2024 ইভেন্টে মোট ১৭৪ পয়েন্ট অর্জন করেন বিষ্ণু সর্বানন। তিনি প্যারিস অলিম্পিকে পুরুষদের ব্যক্তিগত ডিঙ্গি ইভেন্টে পারফর্ম করবেন।
4 / 8
এর আগে বিষ্ণু সর্বানন টোকিও অলিম্পিকেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এ বার বিষ্ণুর চেষ্টা থাকবে গত বারের থেকে ভালো পারফর্ম করার। এবং দেশের মুখ উজ্জ্বল করার।
5 / 8
প্যারিসের টিকিট পেয়ে বিরাট খুশি বিষ্ণু সর্বানন। তিনি জানান, এর আগে হয়তো তিনি প্যারিসের টিকিট পেয়ে যেতেন। কিন্তু থাইল্যান্ডে হওয়া এশিয়ান চ্য়াম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করতে পারেননি।
6 / 8
অ্যাডিলেডে হওয়া ILCA World Championship 2024 ইভেন্টে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল নৌচালকদের মধ্যে। পাশাপাশি পরিবেশও বেশ চাপে ফেলছিল বিষ্ণুদের। তিনি জানান অতিরিক্ত হাওয়ার কারণে আঙুলের খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তাঁর কথায়, ৪দিন ধরে কোয়ালিফাইং রেস চলেছে। প্রতিদিন ২টো করে রেস হত। এই কোয়ালিফাইং ইভেন্টটা অনেকটাই বড়।
7 / 8
বিষ্ণু খুশি যে তিনি কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন। প্যারিস অলিম্পিকের কোটা অর্জন করে তিনি বলেন, 'আমার পরিবার ও যাঁরা সব সময় আমার পাশে দাঁড়িয়েছেন তাঁদের সকলকে সমর্থনের জন্য ধন্যবাদ। অ্যাডিলেডে ILCA World Championship 2024 ইভেন্টে ভালো পারফর্ম করতে পারায় খুশি।'
8 / 8
ভারতের সেইলার বিষ্ণু বলেন, 'আমার নিজের উপর ভরসা ছিল। আমি বরাবরই শেষ মুহূর্তে ভালো পারফর্ম করি। তবে হ্যাঁ সেই সময় চাপটাও বেশ থাকে। আর আমি চাপ ভালোবাসি। টোকিও অলিম্পিকেও শেষ মুহূর্তে যোগ্যতা অর্জন করেছিলাম। এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপের জায়গায় এই ইভেন্ট থেকে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পারা অনেকটাই কঠিন ছিল।'