DC vs GT : সাইয়ের স্কুপ, দাদা-পন্টিংয়ের হতাশার মুখ, গ্যালারিতে পন্থ! দিল্লি ম্যাচে সেরা মুহূর্ত কোনটা?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 05, 2023 | 10:00 AM

Delhi Capitals vs Gujarat Titans : টানা দ্বিতীয় ম্যাচে হার দিল্লি ক্যাপিটালসের। একই ভাবে টানা দুটি জয় গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের। হার-জিতের মাঝেও ম্যাচে নানা স্মরণীয় মুহূর্ত। কোনটা সেরা! ছবি দেখে আপনিই বেছে নিন...।

1 / 9
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়ায় অনবদ্য শুরু করেছিলেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। কিন্তু অনরিখ নর্ৎজের দুর্দান্ত ডেলিভারি উইকেট ছিটকে দেয় ঋদ্ধির। একই ভঙ্গিতে আউট শুভমনও। (ছবি: আইপিএল)

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়ায় অনবদ্য শুরু করেছিলেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। কিন্তু অনরিখ নর্ৎজের দুর্দান্ত ডেলিভারি উইকেট ছিটকে দেয় ঋদ্ধির। একই ভঙ্গিতে আউট শুভমনও। (ছবি: আইপিএল)

2 / 9
গুজরাট টাইটান্স শিবিরে চাপ বাড়ান খলিল আহমেদ। রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে এসেই কট বিহাইন্ড আউট করেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। এরপরই লাফ। (ছবি: আইপিএল)

গুজরাট টাইটান্স শিবিরে চাপ বাড়ান খলিল আহমেদ। রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে এসেই কট বিহাইন্ড আউট করেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। এরপরই লাফ। (ছবি: আইপিএল)

3 / 9
গুজরাট টাইটান্স শিবিরে কোনও চাপ আসতে দেননি তরুণ ব্যাটার সাই সুদর্শন। ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। হাফসেঞ্চুরির পথে অনরিখ নর্ৎজের বোলিংয়ে দুর্দান্ত স্কুপ শটটি খেলেন। (ছবি: আইপিএল)

গুজরাট টাইটান্স শিবিরে কোনও চাপ আসতে দেননি তরুণ ব্যাটার সাই সুদর্শন। ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। হাফসেঞ্চুরির পথে অনরিখ নর্ৎজের বোলিংয়ে দুর্দান্ত স্কুপ শটটি খেলেন। (ছবি: আইপিএল)

4 / 9
দিল্লির লাগাতার দুটি হারের পথে হতাশার মুখ কোচ রিকি পন্টিং ও ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তরুণ ব্যাটার সাইয়ের অনবদ্য ইনিংসই দিল্লিকে লড়াই থেকে ছিটকে দেয়। (ছবি: আইপিএল)

দিল্লির লাগাতার দুটি হারের পথে হতাশার মুখ কোচ রিকি পন্টিং ও ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তরুণ ব্যাটার সাইয়ের অনবদ্য ইনিংসই দিল্লিকে লড়াই থেকে ছিটকে দেয়। (ছবি: আইপিএল)

5 / 9
ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ খেলল দিল্লি। চোটের কারণে নেই ঋষভ পন্থ। সতীর্থদের তাতালেন দূর থেকেই। ঋষভকে দেখতে পেয়ে সমর্থকরাও উচ্ছ্বসিত। (ছবি: আইপিএল)

ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ খেলল দিল্লি। চোটের কারণে নেই ঋষভ পন্থ। সতীর্থদের তাতালেন দূর থেকেই। ঋষভকে দেখতে পেয়ে সমর্থকরাও উচ্ছ্বসিত। (ছবি: আইপিএল)

6 / 9
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হল বাংলার কিপার-ব্যাটার অভিষেক পোড়েলের। ১১ বলে ২০ রান, উইকেটের পেছনেও অনবদ্য। ম্যাচ শেষে পেলেন হার্দিক পান্ডিয়ার পরামর্শও। একই ফ্রেমে হার্দিক-অভিষেক। (ছবি: আইপিএল)

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হল বাংলার কিপার-ব্যাটার অভিষেক পোড়েলের। ১১ বলে ২০ রান, উইকেটের পেছনেও অনবদ্য। ম্যাচ শেষে পেলেন হার্দিক পান্ডিয়ার পরামর্শও। একই ফ্রেমে হার্দিক-অভিষেক। (ছবি: আইপিএল)

7 / 9
বিশ্বের অন্যতম সেরা দুই রিস্ট স্পিনার। কুলদীপ উইকেট না পেলেও ভালো বোলিং করেন। অন্য দিকে, রশিদ খান তিন উইকেট নিয়ে দিল্লিকে চাপে ফেলেন। ম্যাচ শেষে এক ফ্রেমে কুলদীপ-রশিদ। (ছবি: আইপিএল)

বিশ্বের অন্যতম সেরা দুই রিস্ট স্পিনার। কুলদীপ উইকেট না পেলেও ভালো বোলিং করেন। অন্য দিকে, রশিদ খান তিন উইকেট নিয়ে দিল্লিকে চাপে ফেলেন। ম্যাচ শেষে এক ফ্রেমে কুলদীপ-রশিদ। (ছবি: আইপিএল)

8 / 9
সেরা মহূর্ত কি এটাই? জাতীয় দলের দুই ভবিষ্যৎ তারকা ঋষভ পন্থ ও শুভমন গিল। ম্যাচ শেষে ঋষভের সঙ্গে সাক্ষাৎ শুভমনের। (ছবি : টুইটার)

সেরা মহূর্ত কি এটাই? জাতীয় দলের দুই ভবিষ্যৎ তারকা ঋষভ পন্থ ও শুভমন গিল। ম্যাচ শেষে ঋষভের সঙ্গে সাক্ষাৎ শুভমনের। (ছবি : টুইটার)

9 / 9
বোর্ড সচিব জয় শাহর সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন নতুন ভূমিকায় দাদা। ক্রিকেট প্রশাসন থেকে বিরতি। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর। (ছবি: আইপিএল)

বোর্ড সচিব জয় শাহর সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন নতুন ভূমিকায় দাদা। ক্রিকেট প্রশাসন থেকে বিরতি। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর। (ছবি: আইপিএল)

Next Photo Gallery