Litton Das : প্রস্তুতি শুরু লিটনের, কেকেআরের টপ অর্ডার সমস্যা মিটবে?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 11, 2023 | 5:14 PM

IPL 2023, Kolkata Knight Riders : আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস একটা ম্যাচ জিতে এসেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কেকেআর। গত মরসুম থেকেই নাইটদের মূল সমস্যা টপ অর্ডার ব্যাটিং। বিশেষ করে ওপেনিং ব্যর্থতা। অবশেষে কলকাতায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের কিপার-ব্যাটার লিটন দাস। তাঁকে রেখে কি সমস্যা মেটানো যাবে?

1 / 7
আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস একটা ম্যাচ জিতে এসেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কেকেআর। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস একটা ম্যাচ জিতে এসেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কেকেআর। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

2 / 7
গত মরসুম থেকেই নাইটদের মূল সমস্যা টপ অর্ডার ব্যাটিং। বিশেষ করে ওপেনিং ব্যর্থতা। অবশেষে কলকাতায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের কিপার-ব্য়াটার লিটন দাস। তাঁকে রেখে কি সমস্যা মেটানো যাবে? (ছবি: কেকেআর নাইট ক্লাব)

গত মরসুম থেকেই নাইটদের মূল সমস্যা টপ অর্ডার ব্যাটিং। বিশেষ করে ওপেনিং ব্যর্থতা। অবশেষে কলকাতায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের কিপার-ব্য়াটার লিটন দাস। তাঁকে রেখে কি সমস্যা মেটানো যাবে? (ছবি: কেকেআর নাইট ক্লাব)

3 / 7
আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ থাকায় শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে পারেননি লিটন। সিসিএফসি-তে প্রস্তুতি শুরুর আগে ওয়ার্ম আপে লিটন। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ থাকায় শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে পারেননি লিটন। সিসিএফসি-তে প্রস্তুতি শুরুর আগে ওয়ার্ম আপে লিটন। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

4 / 7
আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ছন্দে রয়েছেন লিটন দাস। কেকেআর একাদশে অবশ্য সুযোগ পাওয়া চাপের। আফগান কিপার রহমানুল্লা গুরবাজ কেকেআরে ধারাবাহিক পারফর্ম করছেন। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ছন্দে রয়েছেন লিটন দাস। কেকেআর একাদশে অবশ্য সুযোগ পাওয়া চাপের। আফগান কিপার রহমানুল্লা গুরবাজ কেকেআরে ধারাবাহিক পারফর্ম করছেন। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

5 / 7
সিসিএফসির নেটে জোরদার অনুশীলনে লিটন দাস। প্রথম দিনের প্রস্তুতিতেই নজর কাড়লেন নাইটদের এই কিপার-ব্যাটার। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

সিসিএফসির নেটে জোরদার অনুশীলনে লিটন দাস। প্রথম দিনের প্রস্তুতিতেই নজর কাড়লেন নাইটদের এই কিপার-ব্যাটার। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

6 / 7
আমেদাবাদে ম্যাচ খেলে আসায় এ দিন অবশ্য পুরো দল অনুশীলনে নামেনি। জগদীশন, বৈভব অরোরাদের মতো কয়েকজনের সঙ্গে অনুশীলনে নামেন লিটন। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

আমেদাবাদে ম্যাচ খেলে আসায় এ দিন অবশ্য পুরো দল অনুশীলনে নামেনি। জগদীশন, বৈভব অরোরাদের মতো কয়েকজনের সঙ্গে অনুশীলনে নামেন লিটন। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

7 / 7
এ দিন নাইটদের অনুশীলনে ছিলেন আর এক ক্রিকেটার বৈভব অরোরা। ওয়ার্ম আপে নাইটদের পেসার বৈভব। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

এ দিন নাইটদের অনুশীলনে ছিলেন আর এক ক্রিকেটার বৈভব অরোরা। ওয়ার্ম আপে নাইটদের পেসার বৈভব। (ছবি: কেকেআর নাইট ক্লাব)

Next Photo Gallery