আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস একটা ম্যাচ জিতে এসেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কেকেআর। (ছবি: কেকেআর নাইট ক্লাব)
গত মরসুম থেকেই নাইটদের মূল সমস্যা টপ অর্ডার ব্যাটিং। বিশেষ করে ওপেনিং ব্যর্থতা। অবশেষে কলকাতায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের কিপার-ব্য়াটার লিটন দাস। তাঁকে রেখে কি সমস্যা মেটানো যাবে? (ছবি: কেকেআর নাইট ক্লাব)
আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ থাকায় শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে পারেননি লিটন। সিসিএফসি-তে প্রস্তুতি শুরুর আগে ওয়ার্ম আপে লিটন। (ছবি: কেকেআর নাইট ক্লাব)
আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ছন্দে রয়েছেন লিটন দাস। কেকেআর একাদশে অবশ্য সুযোগ পাওয়া চাপের। আফগান কিপার রহমানুল্লা গুরবাজ কেকেআরে ধারাবাহিক পারফর্ম করছেন। (ছবি: কেকেআর নাইট ক্লাব)
সিসিএফসির নেটে জোরদার অনুশীলনে লিটন দাস। প্রথম দিনের প্রস্তুতিতেই নজর কাড়লেন নাইটদের এই কিপার-ব্যাটার। (ছবি: কেকেআর নাইট ক্লাব)
আমেদাবাদে ম্যাচ খেলে আসায় এ দিন অবশ্য পুরো দল অনুশীলনে নামেনি। জগদীশন, বৈভব অরোরাদের মতো কয়েকজনের সঙ্গে অনুশীলনে নামেন লিটন। (ছবি: কেকেআর নাইট ক্লাব)
এ দিন নাইটদের অনুশীলনে ছিলেন আর এক ক্রিকেটার বৈভব অরোরা। ওয়ার্ম আপে নাইটদের পেসার বৈভব। (ছবি: কেকেআর নাইট ক্লাব)