IPL 2023: সুইস আল্পসে মুম্বই ইন্ডিয়ান্সের পতাকা, গর্বে বুক ভরে যাচ্ছে MI ভক্তদের
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Apr 20, 2023 | 4:17 PM
MI, IPL 2023: ক্রিকেট হোক বা ফুটবল, কিংবা হকি হোক বা কবাডি প্রিয় দলকে সকলেই চায় শীর্ষে দেখতে। আইপিএলের অন্যতম সফল দল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। MI এর বিরাট ফ্যানবেস রয়েছে। এ বার মুম্বইভিত্তিক ফ্র্যাঞ্চাইজির মুকুটে নয়া পালক জুড়ল। মুম্বইয়ের এক বিরাট ভক্ত এ বার দলের পতাকা নিয়ে গেলেন 'ইউরোপের শীর্ষে'। দেখুন ছবিতে...
1 / 8
প্রিয় দলকে সকলেই চায় শীর্ষে দেখতে। আইপিএলের (IPL) অন্যতম সফল দল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার মুম্বই। MI এর বিরাট ফ্যানবেস রয়েছে। (ছবি - আইপিএল ওয়েবসাইট)
2 / 8
গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স সেই অর্থে দাগ কাটতে পারেনি। লিগ টেবলের লাস্ট বয় হিসেবে ১৫তম আইপিএলটা শেষ করেছিল রোহিত শর্মার দল। (ছবি - আইপিএল ওয়েবসাইট)
3 / 8
১৬তম আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যে জয় ৩টি ও হার ২টি। MI এর পয়েন্ট ৬। লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে মুম্বই। (ছবি - আইপিএল ওয়েবসাইট)
4 / 8
দলের ভালো সময় হোক বা খারাপ, আসল সমর্থক তারাই যারা সব সময় দলের পাশে থাকে। MI এর ঠিক তেমন সমর্থকও রয়েছে। (ছবি - আইপিএল ওয়েবসাইট)
5 / 8
মুম্বই ইন্ডিয়ান্সের এক বিরাট ফ্যান এ বার দলের পতাকা নিয়ে গেলেন 'ইউরোপের শীর্ষে।' যা দেখে গর্ববোধ করছে মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীরা। (ছবি - ঋষি পোপাওয়ালা টুইটার)
6 / 8
সোশ্যাল মিডিয়ায় ঋষি পোপাওয়ালা নামের এক মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট ভক্ত কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের পতাকা হাতে নিয়ে পৌঁছে গিয়েছেন সুইস আল্পসে। (ছবি - ঋষি পোপাওয়ালা টুইটার)
7 / 8
মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রতি ঋষি পোপাওয়ালার এই ভালোবাসা দেখে আপ্লুত MI প্রেমীরা। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া থেকে ঋষির এই ছবিও তুলে ধরা হয়েছে। (ছবি - ঋষি পোপাওয়ালা টুইটার)
8 / 8
MI ফ্যান ঋষি টুইটারে লেখেন, 'আজ আমি ২টো রেকর্ড করেছি। ১. সুইৎজারল্যান্ডের শীর্ষে অর্থাৎ মাউন্ট জংফ্রাউজোচে মুম্বই ইন্ডিয়ান্সের পতাকা নিয়ে আসা প্রথম ব্যক্তি আমি। ২. এই প্রথম সর্বাধিক উচ্চতায় উড়ল মুম্বই ইন্ডিয়ান্সের পতাকা।' (ছবি - ঋষি পোপাওয়ালা টুইটার)