অ্যাপেল স্টোরের (Apple Store) উদ্বোধনে ভারতে এসেছেন টিম কুক (Tim Cook)। আর বর্তমানে ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আট থেকে আশি মজে রয়েছে আইপিএলে। এ বার অ্যাপেলের সিইও এ বার মজলেন আইপিএলে (IPL)।
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সের (DC vs KKR) ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন অ্যাপেল সিইও টিম কুক। এর আগে ২০১৬ সালে ভারতে এসে কানপুরে আইপিএলের ম্যাচ দেখেছিলেন টিম কুক।
বলিউড অভিনেতা সোনম কাপুর এবং তাঁর স্বামী আনন্দ আহুজার সঙ্গে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে টিম কুককে।
দিল্লি বনাম কেকেআর ম্যাচের ফাঁকে টিম কুকের সঙ্গে সেলফিও তোলেন সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা।
১৬তম আইপিএলে দিল্লি বনাম কেকেআর ম্যাচের শেষে সোনম কাপুর সোশ্যাল মিডিয়ায় টিম কুকের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন।
দিল্লি ক্যাপিটালস দলের পক্ষ থেকে অ্যাপেলের সিইও টিম কুককে ম্যাচের শেষে দেওয়া হয়েছে বিশেষ উপহারও।
দিল্লির সকল ক্রিকেটারদের সই করা এক ক্রিকেট ব্যাট অ্যাপেলের সিইও টিম কুকের হাতে তুলে দেন দিল্লির মালিকরা।
প্রসঙ্গত, চলতি আইপিএলে টানা ৫ ম্যাচে হারার পর ঘরের মাঠে গত কাল, বৃহস্পতিবার কেকেআরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস।