Virat Kohli: বিরাটে মুগ্ধ ইতালির মহিলা ফুটবলার, বললেন…
Agata Isabella Centasso: বিরাট কোহলির খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে। এবার সুদূর ইতালিতেও পাওয়া গেল কোহলির এক বিরাট ভক্তকে। তিনি আবার ইতালির মহিলা ফুটবল দলের প্লেয়ার। আগাতা ইসাবেলা সেন্তাসো। সোশ্যাল মিডিয়া X এ তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর প্রিয় ভারতীয় ক্রিকেটার কে? ইতালির সুন্দরী মহিলা ফুটবসার আগাতা উত্তরে বিরাট কোহলির (Virat Kohli) একটি ছবি পোস্ট করেই সব বুঝিয়ে দেন।
Most Read Stories