AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2023: ইডেনে বিরাট দ্বৈরথে ছাপ ফেলতে পারেন কেকেআরের যে তারকারা

KKR vs RCB Key Players, IPL 2023: আজ আইপিএল-২০২৩ এ কেকেআরের প্রথম হোম ম্যাচ। প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের কাছে হেরে এ বারের আইপিএল যাত্রা শুরু করেছে কলকাতা। ঘরের মাঠে জয়ে ফিরতে চাইবে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। আরসিবির বিরুদ্ধে এই ম্যাচে নাইটদের জেতাতে পারেন যে তারকারা তাঁদের দেখে নিন ছবিতে...

| Edited By: | Updated on: Apr 06, 2023 | 8:00 AM
Share
আন্দ্রে রাসেল - ইডেন গার্ডেন্স একদিকে যদি মুখরিত হয় বিরাট কোহলির জন্য, অন্যদিকে আন্দ্রে রাসেলের ব্যাটে রানের ঝড় দেখার জন্য অপেক্ষায় থাকবে ক্রিকেট প্রেমীরা। নাইটরা পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছিল ঠিকই কিন্তু কেকেআরের একটাই স্বস্তি ছিল ফর্মে ছিলেন রাসেল। ১৯ বলে ৩৫ রান করেছিলেন তিনি। এ বার দেখার দ্বিতীয় ম্যাচে কেমন পারফর্ম করেন তিনি। আরসিবির বিরুদ্ধে রাসেল একাই ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন।

আন্দ্রে রাসেল - ইডেন গার্ডেন্স একদিকে যদি মুখরিত হয় বিরাট কোহলির জন্য, অন্যদিকে আন্দ্রে রাসেলের ব্যাটে রানের ঝড় দেখার জন্য অপেক্ষায় থাকবে ক্রিকেট প্রেমীরা। নাইটরা পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছিল ঠিকই কিন্তু কেকেআরের একটাই স্বস্তি ছিল ফর্মে ছিলেন রাসেল। ১৯ বলে ৩৫ রান করেছিলেন তিনি। এ বার দেখার দ্বিতীয় ম্যাচে কেমন পারফর্ম করেন তিনি। আরসিবির বিরুদ্ধে রাসেল একাই ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন।

1 / 8
নীতীশ রানা - নাইটদের টপ অর্ডারকে ভরসা দিতে হলে ক্যাপ্টেন নীতীশ রানাকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৭ বলে ২৪ রান করেছিলেন তিনি। আরসিবির বিরুদ্ধে জয়ের জন্য ব্যাট হাতে রানাকে বড় ইনিংস খেলতে হবে। হর্ষল-সিরাজদের বিরুদ্ধে নীতীশদের ব্যাট জ্বলে উঠলে কেকেআর স্কোরবোর্ডে বড় রান তুলে দিতে পারবে।

নীতীশ রানা - নাইটদের টপ অর্ডারকে ভরসা দিতে হলে ক্যাপ্টেন নীতীশ রানাকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৭ বলে ২৪ রান করেছিলেন তিনি। আরসিবির বিরুদ্ধে জয়ের জন্য ব্যাট হাতে রানাকে বড় ইনিংস খেলতে হবে। হর্ষল-সিরাজদের বিরুদ্ধে নীতীশদের ব্যাট জ্বলে উঠলে কেকেআর স্কোরবোর্ডে বড় রান তুলে দিতে পারবে।

2 / 8
রিঙ্কু সিং - কেকেআরের সত্যিকার অর্থের ইমপ্যাক্ট প্লেয়ার হলেন রিঙ্কু সিং। দারুণ ফিল্ডার তিনি। শুধু তাই নয়, ব্যাট হাতেও বিধ্বংসী ইনিংস খেলতে ওস্তাদ রানা। যদিও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে সফল হননি রিঙ্কু। ৪ বল খেলে ৪ রান করেছিলেন তিনি।

রিঙ্কু সিং - কেকেআরের সত্যিকার অর্থের ইমপ্যাক্ট প্লেয়ার হলেন রিঙ্কু সিং। দারুণ ফিল্ডার তিনি। শুধু তাই নয়, ব্যাট হাতেও বিধ্বংসী ইনিংস খেলতে ওস্তাদ রানা। যদিও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে সফল হননি রিঙ্কু। ৪ বল খেলে ৪ রান করেছিলেন তিনি।

3 / 8
সুনীল নারিন - নাইট শিবিরের অত্যন্ত ভরসাযোগ্য ক্রিকেটার সুনীল নারিন। বল হোক বা ব্যাটে সবেতেই নারিন দলকে টেনে তোলার ক্ষমতা রাখেন। বিরাট-ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে নারিনের স্পিন বোলিং ইডেনের অন্যতম মেগা আকর্ষণও হতে চলেছে।

সুনীল নারিন - নাইট শিবিরের অত্যন্ত ভরসাযোগ্য ক্রিকেটার সুনীল নারিন। বল হোক বা ব্যাটে সবেতেই নারিন দলকে টেনে তোলার ক্ষমতা রাখেন। বিরাট-ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে নারিনের স্পিন বোলিং ইডেনের অন্যতম মেগা আকর্ষণও হতে চলেছে।

4 / 8
টিম সাউদি - এ বারের আইপিএলের প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার টিম সাউদি। নতুন বলেও বেশ বিপজ্জনক সাউদি। নতুন বলে সুইংটাও ভালো করেন সাউদি। যা বেশ চাপে ফেলতে পারে ডু'প্লেসি-কোহলিদের।

টিম সাউদি - এ বারের আইপিএলের প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার টিম সাউদি। নতুন বলেও বেশ বিপজ্জনক সাউদি। নতুন বলে সুইংটাও ভালো করেন সাউদি। যা বেশ চাপে ফেলতে পারে ডু'প্লেসি-কোহলিদের।

5 / 8
উমেশ যাদব - নাইট শিবিরের সিনিয়র তারকা বোলার উমেশ যাদব আরসিবির ওপেনিং জুটিকে ভেঙে দিতে পারেন। তারকা পেসার উমেশ পঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। ইডেনের পিচে উমেশ আরসিবির বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন।

উমেশ যাদব - নাইট শিবিরের সিনিয়র তারকা বোলার উমেশ যাদব আরসিবির ওপেনিং জুটিকে ভেঙে দিতে পারেন। তারকা পেসার উমেশ পঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। ইডেনের পিচে উমেশ আরসিবির বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন।

6 / 8
বরুণ চক্রবর্তী - নাইটদের কাছে সুনীল নারিনের মতো মিস্ট্রি স্পিনার থাকার পাশাপাশি রয়েছে বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীও। গত মরসুমে খুব ভালো ছন্দে ছিলেন না বরুণ। তবে এ বার তিনি ভালো ফর্মে রয়েছেন। পঞ্জাবের বিরুদ্ধে তাঁর ইকোনমি রেট নজরকাড়া ছিল। একটি উইকেটও পেয়েছিলেন তিনি। বিরাটদের বিরুদ্ধে নাইটদের তুরুপের তাস হয়ে উঠতে পারেন বরুণ।

বরুণ চক্রবর্তী - নাইটদের কাছে সুনীল নারিনের মতো মিস্ট্রি স্পিনার থাকার পাশাপাশি রয়েছে বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীও। গত মরসুমে খুব ভালো ছন্দে ছিলেন না বরুণ। তবে এ বার তিনি ভালো ফর্মে রয়েছেন। পঞ্জাবের বিরুদ্ধে তাঁর ইকোনমি রেট নজরকাড়া ছিল। একটি উইকেটও পেয়েছিলেন তিনি। বিরাটদের বিরুদ্ধে নাইটদের তুরুপের তাস হয়ে উঠতে পারেন বরুণ।

7 / 8
রহমানুল্লা গুরবাজ - ওপেনিংয়ে মনদীপ সিং প্রথম ম্যাচে নজর কাড়তে পারেননি। কিন্তু রহমানুল্লা গুরবাজ তাও ওপেনিংয়ে কিছুটা রান তুলেছিলেন। ফলে আরসিবির বিরুদ্ধে নাইটরা তাদের দ্বিতীয়  ম্যাচে ওপেনিংয়ে ভরসা রাখতে পারে গুরবাজের উপর। পাওয়ার প্লে-তে দলকে এগিয়ে দেওয়ার কাজটা করতে পারেন আফগান তারকা।

রহমানুল্লা গুরবাজ - ওপেনিংয়ে মনদীপ সিং প্রথম ম্যাচে নজর কাড়তে পারেননি। কিন্তু রহমানুল্লা গুরবাজ তাও ওপেনিংয়ে কিছুটা রান তুলেছিলেন। ফলে আরসিবির বিরুদ্ধে নাইটরা তাদের দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে ভরসা রাখতে পারে গুরবাজের উপর। পাওয়ার প্লে-তে দলকে এগিয়ে দেওয়ার কাজটা করতে পারেন আফগান তারকা।

8 / 8