RR vs LSG, IPL 2023: এক বনাম দুইয়ের ম্যাচ, গোলাপি শহরে আজ নজরে কারা?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 19, 2023 | 9:00 AM

জয়পুরে প্রথম 'হোম' ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। বুধবারের ম্যাচে দুই দলেরই কোন কোন ক্রিকেটারের দিকে থাকবে চোখ? দেখে নেওয়া যাক।

1 / 8
জয়পুরে মরসুমের প্রথম ম্যাচ। ঘরের মাঠে ফিরে উচ্ছ্বিসত সঞ্জু স্যামসনরা। একইসঙ্গে কিছু চিন্তাও থাকছে। মরসুমের প্রথম ম্য়াচ হওয়ায় এখানকার পিচ, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। (ছবি:টুইটার)

জয়পুরে মরসুমের প্রথম ম্যাচ। ঘরের মাঠে ফিরে উচ্ছ্বিসত সঞ্জু স্যামসনরা। একইসঙ্গে কিছু চিন্তাও থাকছে। মরসুমের প্রথম ম্য়াচ হওয়ায় এখানকার পিচ, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। (ছবি:টুইটার)

2 / 8
রাজস্থান রয়্যালসের ব্য়াটিং আক্রমণ ধারাবাহিক। অধিনায়ক সঞ্জু স্যামসনও রানের মধ্যে। গত ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সঞ্জুর ব্যাট জ্বলে উঠেছিল। নেতৃত্বও তারিফযোগ্য।  (ছবি:টুইটার)

রাজস্থান রয়্যালসের ব্য়াটিং আক্রমণ ধারাবাহিক। অধিনায়ক সঞ্জু স্যামসনও রানের মধ্যে। গত ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সঞ্জুর ব্যাট জ্বলে উঠেছিল। নেতৃত্বও তারিফযোগ্য। (ছবি:টুইটার)

3 / 8
রাজস্থানের ব্যাটিংয়ের ভরসার মুখ শিমরন হেটমায়ার। গুজরাটের বিরুদ্ধে গত ম্যাচে মাত্র ২৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে হারের মুখ থেকে ছিনিয়ে আনেন। (ছবি:টুইটার)

রাজস্থানের ব্যাটিংয়ের ভরসার মুখ শিমরন হেটমায়ার। গুজরাটের বিরুদ্ধে গত ম্যাচে মাত্র ২৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে হারের মুখ থেকে ছিনিয়ে আনেন। (ছবি:টুইটার)

4 / 8
দ্রুত উইকেট তুলে নিয়ে বোল্টের জুড়ি নেই। লখনউকে তাঁর পেসে ছারখার করতে পারেন কি না দেখা যাক।(ছবি:টুইটার)

দ্রুত উইকেট তুলে নিয়ে বোল্টের জুড়ি নেই। লখনউকে তাঁর পেসে ছারখার করতে পারেন কি না দেখা যাক।(ছবি:টুইটার)

5 / 8
১১টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকার শীর্ষে যুজবেন্দ্র চাহাল। দলের জয়ের পাশাপাশি শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য থাকবে তাঁর। (ছবি:টুইটার)

১১টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকার শীর্ষে যুজবেন্দ্র চাহাল। দলের জয়ের পাশাপাশি শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য থাকবে তাঁর। (ছবি:টুইটার)

6 / 8
লোকেশ রাহুল অন্যান্য় বার অরেঞ্জ ক্য়াপের দৌড়ে প্রথম পাঁচে অন্তত থাকেন। এ বার কয়েক ম্য়াচে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্য়র্থ। স্বাভাবিক ভাবেই যা দলের ক্ষেত্রেও চিন্তা বাড়িয়েছে। লোকেশ রাহুল গত ম্যাচে রান পেয়েছিলেন। যদিও নেতৃত্ব নিয়ে সমালোচনা চলছে।  (ছবি:টুইটার)

লোকেশ রাহুল অন্যান্য় বার অরেঞ্জ ক্য়াপের দৌড়ে প্রথম পাঁচে অন্তত থাকেন। এ বার কয়েক ম্য়াচে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্য়র্থ। স্বাভাবিক ভাবেই যা দলের ক্ষেত্রেও চিন্তা বাড়িয়েছে। লোকেশ রাহুল গত ম্যাচে রান পেয়েছিলেন। যদিও নেতৃত্ব নিয়ে সমালোচনা চলছে। (ছবি:টুইটার)

7 / 8
দুর্দান্ত ফর্মে রয়েছেন নিকোলাস পুরান। মিডল অর্ডারে লখনউয়ের ভরসা তিনি।  (ছবি:টুইটার)

দুর্দান্ত ফর্মে রয়েছেন নিকোলাস পুরান। মিডল অর্ডারে লখনউয়ের ভরসা তিনি। (ছবি:টুইটার)

8 / 8
লখনউয়ের পেস বিভাগের নেতৃত্বে থাকবেন মার্ক উড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১১টি উইকেট তাঁর দখলে।  (ছবি:টুইটার)

লখনউয়ের পেস বিভাগের নেতৃত্বে থাকবেন মার্ক উড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১১টি উইকেট তাঁর দখলে। (ছবি:টুইটার)

Next Photo Gallery