Kolkata Football: রাজনীতি মুক্ত ময়দানের ডাক, প্রতিবাদে সামিল ফুটবল প্রেমীরা; দেখুন ছবিতে

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 12, 2024 | 6:13 PM

Kolkata Football Fans Protest: কলকাতা ময়দানে রাজনীতি ছিল। তবে তিন প্রধানের কর্তারা সরাসরি কোনও রাজনৈতিক দলের প্রার্থীর প্রচার করছেন, এমনটা বিরল। সম্প্রতি শাসকদলের প্রার্থী সনৎ দে নির্বাচনে তিন প্রধানের পাশাপাশি বাংলা ফুটবল সংস্থার কর্তার একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন। যা দিয়ে নির্বাচনী প্রচার করছিলেন। পরে অবশ্য সেই পোস্ট সরিয়ে নেন। রাজনীতি মুক্ত ময়দানের ডাকে প্রতিবাদে সামিল তিন প্রধানের সমর্থকরাই।

1 / 8
কলকাতা ময়দানে রাজনীতি ছিল। ক্লাবের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা। ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানেও আসেন। অনেকেরই সদস্যপদ রয়েছে।

কলকাতা ময়দানে রাজনীতি ছিল। ক্লাবের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা। ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানেও আসেন। অনেকেরই সদস্যপদ রয়েছে।

2 / 8
একই ভাবে ক্লাবের সদস্য-সমর্থকদের মধ্যেও অনেক রাজনৈতিক দলের সমর্থকও রয়েছে। ময়দানে অবশ্য সেই প্রভাব পড়ে না। তাঁরা নিজেদের ক্লাবের, টিমের জন্য গলা ফাটান।

একই ভাবে ক্লাবের সদস্য-সমর্থকদের মধ্যেও অনেক রাজনৈতিক দলের সমর্থকও রয়েছে। ময়দানে অবশ্য সেই প্রভাব পড়ে না। তাঁরা নিজেদের ক্লাবের, টিমের জন্য গলা ফাটান।

3 / 8
একই ভাবে তিন প্রধানের কর্তারাও কোনও না কোনও রাজনৈতিক দলের সমর্থক। তবে তাঁরা সরাসরি কোনও রাজনৈতিক দলের প্রার্থীর প্রচার করছেন, এমন ঘটনা বিরল।

একই ভাবে তিন প্রধানের কর্তারাও কোনও না কোনও রাজনৈতিক দলের সমর্থক। তবে তাঁরা সরাসরি কোনও রাজনৈতিক দলের প্রার্থীর প্রচার করছেন, এমন ঘটনা বিরল।

4 / 8
সম্প্রতি শাসকদলের প্রার্থী সনৎ দে নির্বাচনে তিন প্রধানের পাশাপাশি বাংলা ফুটবল সংস্থার কর্তার একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন।

সম্প্রতি শাসকদলের প্রার্থী সনৎ দে নির্বাচনে তিন প্রধানের পাশাপাশি বাংলা ফুটবল সংস্থার কর্তার একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন।

5 / 8
যা দিয়ে নির্বাচনী প্রচার করছিলেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। পরে অবশ্য সেই পোস্ট সরিয়ে নেন। রাজনীতি মুক্ত ময়দানের ডাক দিয়েছিলেন তিন প্রধানের সমর্থকরা।

যা দিয়ে নির্বাচনী প্রচার করছিলেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। পরে অবশ্য সেই পোস্ট সরিয়ে নেন। রাজনীতি মুক্ত ময়দানের ডাক দিয়েছিলেন তিন প্রধানের সমর্থকরা।

6 / 8
মঙ্গলবার গোষ্ঠ পাল মূর্তির পাদদেশে আবার একজোট ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সমর্থকরা। পাশাপাশি আরজি কর মামলার বিচারের দাবিও তুলে ধরেছেন সমর্থকরা।

মঙ্গলবার গোষ্ঠ পাল মূর্তির পাদদেশে আবার একজোট ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সমর্থকরা। পাশাপাশি আরজি কর মামলার বিচারের দাবিও তুলে ধরেছেন সমর্থকরা।

7 / 8
সমর্থকদের এই আন্দোলন শুধু তাঁদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ময়দানকে রাজনীতি মুক্ত করার ডাকে সামিল প্রাক্তন ফুটবলার সৌমিত্র চক্রবর্তীও।

সমর্থকদের এই আন্দোলন শুধু তাঁদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ময়দানকে রাজনীতি মুক্ত করার ডাকে সামিল প্রাক্তন ফুটবলার সৌমিত্র চক্রবর্তীও।

8 / 8
প্রাক্তন ফুটবলার বলেন, 'একদা সতীর্থদের মধ্যে হয়তো কেউ কেউ ক্লাব থেকে এখনও সুবিধা পায়। তাই হয়তো এই প্রতিবাদে আসতে পারেনি। ময়দানে কখনও সরাসরি রাজনীতির রং লাগা উচিত নয়। তিন প্রধানের কর্তারা যে কাজটি করেছিলেন তা ঘৃণ্য। সমর্থকদের সঙ্গে তাই আমি এখানে একসুরে সামিল।'

প্রাক্তন ফুটবলার বলেন, 'একদা সতীর্থদের মধ্যে হয়তো কেউ কেউ ক্লাব থেকে এখনও সুবিধা পায়। তাই হয়তো এই প্রতিবাদে আসতে পারেনি। ময়দানে কখনও সরাসরি রাজনীতির রং লাগা উচিত নয়। তিন প্রধানের কর্তারা যে কাজটি করেছিলেন তা ঘৃণ্য। সমর্থকদের সঙ্গে তাই আমি এখানে একসুরে সামিল।'

Next Photo Gallery