Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi David Beckham : মেসি ও বেকহ্যাম পরিবার এখন বন্ধু, গ্লাসে গ্লাস ঠেকিয়ে চলল উদযাপন

লিওনেল মেসি ও ডেভিড বেকহ্যামের পরিবার এখন একটিতে দুটি। মায়ামিতে প্রায়ই নৈশভোজে দুই পরিবারকে দেখা যাচ্ছে একত্রে।

| Edited By: | Updated on: Aug 15, 2023 | 7:23 AM
সারা মায়ামি জুড়ে এখন একটিই নাম। লিওনেল মেসি। মেসি...মেসি শব্দে মুখরিত হচ্ছে মায়ামির আকাশ বাতাস। লিগস কাপে দুরন্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামিকে সেমিফাইনালে তুলেছেন লিও। তাহলে 'পার্টি তো বনতি হ্যায়'। (ছবি:ইনস্টাগ্রাম)

সারা মায়ামি জুড়ে এখন একটিই নাম। লিওনেল মেসি। মেসি...মেসি শব্দে মুখরিত হচ্ছে মায়ামির আকাশ বাতাস। লিগস কাপে দুরন্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামিকে সেমিফাইনালে তুলেছেন লিও। তাহলে 'পার্টি তো বনতি হ্যায়'। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
মায়ামি পরিচিত পার্টি, শপিং, হুল্লোড়ের জন্য। শহরের এক নামী রেস্তরাঁয় মেসি ও বেকহ্যাম পরিবার মিলে চলল উদযাপন। (ছবি:ইনস্টাগ্রাম)

মায়ামি পরিচিত পার্টি, শপিং, হুল্লোড়ের জন্য। শহরের এক নামী রেস্তরাঁয় মেসি ও বেকহ্যাম পরিবার মিলে চলল উদযাপন। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
আন্তোনেলা রোকুজ্জো এবং ভিক্টোরিয়া বেকহ্যামের এখন গলায় গলায় বন্ধুত্ব। আড্ডা, হুল্লোড়ের পাশাপাশি জমিয়ে ফোটোসেশন সেরেছেন তাঁরা। (ছবি:ইনস্টাগ্রাম)

আন্তোনেলা রোকুজ্জো এবং ভিক্টোরিয়া বেকহ্যামের এখন গলায় গলায় বন্ধুত্ব। আড্ডা, হুল্লোড়ের পাশাপাশি জমিয়ে ফোটোসেশন সেরেছেন তাঁরা। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
ছবিগুলি আন্তোনেলা এবং ভিক্টোরিয়া উভয়েই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

ছবিগুলি আন্তোনেলা এবং ভিক্টোরিয়া উভয়েই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
মেসি ও বেকহ্য়াম পরিবারের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন সের্গিও বুস্কেৎস এবং জর্ডি আলবার পরিবারও। গোল টেবিলের কাঁধ ধরাধরি করে বসে চার মূর্তি।

মেসি ও বেকহ্য়াম পরিবারের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন সের্গিও বুস্কেৎস এবং জর্ডি আলবার পরিবারও। গোল টেবিলের কাঁধ ধরাধরি করে বসে চার মূর্তি।

5 / 8
মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে আসার মূল কারিগর ক্লাবের অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। মেসিও প্রতি ম্যাচে গোল করে সেই ভরসার প্রতিদান দিচ্ছেন। পাঁচ ম্যাচে আটটি গোল করে ফেলেছেন তিনি। মেসির পারফরম্যান্সে চোখের জল বাঁধছে না বেকহ্যামের। (ছবি:ইনস্টাগ্রাম)

মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে আসার মূল কারিগর ক্লাবের অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। মেসিও প্রতি ম্যাচে গোল করে সেই ভরসার প্রতিদান দিচ্ছেন। পাঁচ ম্যাচে আটটি গোল করে ফেলেছেন তিনি। মেসির পারফরম্যান্সে চোখের জল বাঁধছে না বেকহ্যামের। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
বুধবার ভোরে ফিলাডেলফিয়ার বিরুদ্ধে মেসিদের লিগস কাপের সেমিফাইনাল। তার আগে বন্ধুদের সঙ্গে নৈশভোজ উপভোগ করলেন মেসি। (ছবি:ইনস্টাগ্রাম)

বুধবার ভোরে ফিলাডেলফিয়ার বিরুদ্ধে মেসিদের লিগস কাপের সেমিফাইনাল। তার আগে বন্ধুদের সঙ্গে নৈশভোজ উপভোগ করলেন মেসি। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
মেজর লিগ সকার ক্লাবটিতে যোগ দিয়ে তাদের খোলনলচে বদলে দিতে তৈরি মেসি। আপাতত ক্লাবের হয়ে তাঁর প্রথম ট্রফি জেতাই লক্ষ্য।  (ছবি:ইনস্টাগ্রাম)

মেজর লিগ সকার ক্লাবটিতে যোগ দিয়ে তাদের খোলনলচে বদলে দিতে তৈরি মেসি। আপাতত ক্লাবের হয়ে তাঁর প্রথম ট্রফি জেতাই লক্ষ্য। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: