Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi Birthday: বার্সেলোনা ‘কিড’ থেকে সর্বকালের সেরা ফুটবলার

Lionel Messi Barcelona Career: রোজারিও, বার্সেলোনা, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। লিও মেসির আজ জন্মদিন। ছোট্ট থেকে নানা সমস্যা কাটিয়ে বেড়ে ওঠা। বার্সেলোনার সেই খুদে ফুটবলার থেকে বিশ্ব-সেরা হয়ে ওঠা। জন্মদিনে তাঁর বিশেষ কিছু মুহূর্ত।

| Edited By: | Updated on: Jun 24, 2023 | 7:45 AM
লিও মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। মাত্র পাঁচ বছর বয়সে তাঁর ফুটবল শিক্ষার হাতেখড়ি গ্রান্দোলি ক্লাবে। সেখানকার কোচ ছিলেন তাঁর বাবা জর্জ মেসি। তারপর রোজারিওর আর একটি ক্লাব নিউওল্ড বয়েজে খেলেন লিও। সেখানে থাকলে লিও মেসির কেরিয়ার খুব বেশি এগোবে না, এমনটাই মনে হয়েছিল বাবা জর্জ মেসির। (ছবি: টুইটার)

লিও মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। মাত্র পাঁচ বছর বয়সে তাঁর ফুটবল শিক্ষার হাতেখড়ি গ্রান্দোলি ক্লাবে। সেখানকার কোচ ছিলেন তাঁর বাবা জর্জ মেসি। তারপর রোজারিওর আর একটি ক্লাব নিউওল্ড বয়েজে খেলেন লিও। সেখানে থাকলে লিও মেসির কেরিয়ার খুব বেশি এগোবে না, এমনটাই মনে হয়েছিল বাবা জর্জ মেসির। (ছবি: টুইটার)

1 / 7
ফুটবলার হতে প্রয়োজন সুস্থ শরীর। মেসির ক্ষেত্রে সেটাই বাধা হয়ে দাঁড়ায়। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি তাঁর ফুটবলার হওয়ার স্বপ্নে ধাক্কা দেয়। আর্জেন্টিনার রিভারপ্লেট ক্লাব মেসিকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। তবে চিকিৎসার জন্য বিপুল খরচ। সে সময় মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। (ছবি: টুইটার)

ফুটবলার হতে প্রয়োজন সুস্থ শরীর। মেসির ক্ষেত্রে সেটাই বাধা হয়ে দাঁড়ায়। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি তাঁর ফুটবলার হওয়ার স্বপ্নে ধাক্কা দেয়। আর্জেন্টিনার রিভারপ্লেট ক্লাব মেসিকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। তবে চিকিৎসার জন্য বিপুল খরচ। সে সময় মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। (ছবি: টুইটার)

2 / 7
মেসির বয়স সবে ১১ বছর। জর্জ মেসি পরিবার সহ পাড়ি দেন বার্সেলোনায়। আর্জেন্টিনার আর্থিক পরিস্থিতিও সে সময় ভালো ছিল না। মেসির পরিবারের পক্ষে এত অর্থ খরচ করে চিকিৎসা করাও কঠিন ছিল। (ছবি: টুইটার)

মেসির বয়স সবে ১১ বছর। জর্জ মেসি পরিবার সহ পাড়ি দেন বার্সেলোনায়। আর্জেন্টিনার আর্থিক পরিস্থিতিও সে সময় ভালো ছিল না। মেসির পরিবারের পক্ষে এত অর্থ খরচ করে চিকিৎসা করাও কঠিন ছিল। (ছবি: টুইটার)

3 / 7
খুদে মেসির দক্ষতা মুগ্ধ করেছিল বার্সেলোনা ক্লাব কর্তাদের। তাঁকে লা মাসিয়া অ্যাকাডেমিতে অ্যাডমিশন নেয় এবং তাঁর চিকিৎসার যাবতীয় খরচও বহন করে। মেসি সুস্থ হয়ে ওঠেন। এরপর বার্সেলোনা ক্লাবেই বেড়ে ওঠা। (ছবি: টুইটার)

খুদে মেসির দক্ষতা মুগ্ধ করেছিল বার্সেলোনা ক্লাব কর্তাদের। তাঁকে লা মাসিয়া অ্যাকাডেমিতে অ্যাডমিশন নেয় এবং তাঁর চিকিৎসার যাবতীয় খরচও বহন করে। মেসি সুস্থ হয়ে ওঠেন। এরপর বার্সেলোনা ক্লাবেই বেড়ে ওঠা। (ছবি: টুইটার)

4 / 7
নতুন সুযোগ ভালো ভাবেই কাজে লাগিয়েছিলেন লিও। প্রতিভা ছিলই। লা মাসিয়ায় আরও ক্ষুরধার হয়ে ওঠেন। খুব তাড়াতাড়িই বার্সেলোনা বি টিমে সুযোগ পান মেসি। পারফরম্যান্স অবাক করারর মতোই। প্রায় প্রতি ম্যাচেই গোল। ৩০ ম্যাচে ৩৫ গোল করেন। দেশের হয়ে অলিম্পিক পদকও জিতেছেন মেসি। (ছবি: টুইটার)

নতুন সুযোগ ভালো ভাবেই কাজে লাগিয়েছিলেন লিও। প্রতিভা ছিলই। লা মাসিয়ায় আরও ক্ষুরধার হয়ে ওঠেন। খুব তাড়াতাড়িই বার্সেলোনা বি টিমে সুযোগ পান মেসি। পারফরম্যান্স অবাক করারর মতোই। প্রায় প্রতি ম্যাচেই গোল। ৩০ ম্যাচে ৩৫ গোল করেন। দেশের হয়ে অলিম্পিক পদকও জিতেছেন মেসি। (ছবি: টুইটার)

5 / 7
২০০৪ সালের অক্টোবর। এস্প্যানিওলের বিরুদ্ধে সিনিয়র টিমের হয়ে অভিষেক লিও মেসির। বার্সেলোনার তৃতীয় কণিষ্ঠ প্লেয়ার হিসেবে অভিষেক হয় তাঁর। পরের বছর মে মাসে সিনিয়র টিমের হয়ে প্রথম গোল মেসির। সে সময় তাঁর বয়স ১৭ বছর ১০ মাস ৭ দিন। বার্সেলোনা জার্সিতে লা লিগায় সবচেয়ে কম বয়সে গোলের নজির গড়েন। (ছবি: টুইটার)

২০০৪ সালের অক্টোবর। এস্প্যানিওলের বিরুদ্ধে সিনিয়র টিমের হয়ে অভিষেক লিও মেসির। বার্সেলোনার তৃতীয় কণিষ্ঠ প্লেয়ার হিসেবে অভিষেক হয় তাঁর। পরের বছর মে মাসে সিনিয়র টিমের হয়ে প্রথম গোল মেসির। সে সময় তাঁর বয়স ১৭ বছর ১০ মাস ৭ দিন। বার্সেলোনা জার্সিতে লা লিগায় সবচেয়ে কম বয়সে গোলের নজির গড়েন। (ছবি: টুইটার)

6 / 7
বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা, বিশ্বেরও। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে লিও মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। স্পেনে খেলার সময় সবচেয়ে বেশি উপভোগ্য ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিও মেসির দ্বৈরথ। বিশ্ব ফুটবলেও যা তর্কের বিষয়, বর্তমান প্রজন্মে সেরা কে, মেসি নাকি রোনাল্ডো। মেসি বিশ্বকাপ জেতার পর অবশ্য সেই তর্ক অনেকটাই কমেছে। ছবি: টুইটার)

বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা, বিশ্বেরও। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে লিও মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। স্পেনে খেলার সময় সবচেয়ে বেশি উপভোগ্য ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিও মেসির দ্বৈরথ। বিশ্ব ফুটবলেও যা তর্কের বিষয়, বর্তমান প্রজন্মে সেরা কে, মেসি নাকি রোনাল্ডো। মেসি বিশ্বকাপ জেতার পর অবশ্য সেই তর্ক অনেকটাই কমেছে। ছবি: টুইটার)

7 / 7
Follow Us: