Bangla News Photo gallery Sports photos Lionel Messi gets stunning birthday reception at Rodario, he scores a brilliant hattrick in Maxi Rodriguez' testimonial match against Newell’s Old Boys
Lionel Messi: আলোর রোশনাইয়ের মাঝে উজ্জ্বল মেসি, জন্মদিনে রোজারিওতে পেলেন উষ্ণ অভ্যর্থনা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jun 25, 2023 | 4:30 PM
৩৬তম জন্মদিনে ছেলেবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে ফিরে গেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচে খেললেন মেসি। নিজের জন্মদিনে হ্যাটট্রিকও করেছেন মেসি। ওই ম্যাচের আগে আলোর রোশনাই দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
1 / 8
৩৬তম জন্মদিনে ছেলেবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে (Newell’s Old Boys) ফিরে গেলেন লিওনেল মেসি (Lionel Messi)। (ছবি-এএফপি)
2 / 8
আসলে ছেলেবেলার ক্লাবে গিয়ে আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচে খেলেছেন লিওনেল মেসি। (ছবি-এএফপি)
3 / 8
লিওনেল মেসিকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে ভিড় উপচে পড়েছিল। (ছবি-এএফপি)
4 / 8
ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচের আগে আলোর রোশনাই দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। (ছবি-এএফপি)
5 / 8
সমর্থকদের পাশাপাশি নিউ ওয়েলস ক্লাবের পক্ষ থেকেও মেসিকে বরণ করে নেওয়া হয়। ম্যাচ শুরু হওয়ার আগে মেসি এবং রডরিগেজকে সংবর্ধনা জানায় নিউ ওয়েলস ক্লাব। সেখানে উপস্থিত ছিলেন একাধিক ক্লাব কর্তা থেকে প্রাক্তন ফুটবলাররা। (ছবি-এএফপি)
6 / 8
জন্মদিনের দিনও মাঠ থেকে দূরে থাকতে পারেননি মেসি। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের স্টেডিয়ামে মেসির জন্য একাধিক ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন তাঁর সমর্থকরা। (ছবি-এএফপি)
7 / 8
লিওনেল মেসি নিজের ৩৬তম জন্মদিনে হ্যাটট্রিকও করেছেন। (ছবি-এএফপি)
8 / 8
জন্মদিনে আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচে খেললেও, পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন লিও। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো লিওর জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। (ছবি-আন্তোনেলা রোকুজ্জো। ইন্সটাগ্রাম)