
আগামী কয়েকটা দিন জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। এই সিরিজের প্রথম ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে।

আজ, বুধবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ওই ম্যাচের আগে এক ঝলকে ছবিতে দেখে নিন, ইডেনে রানের বন্যা বইয়ে দেওয়া ৫ ক্রিকেটার কে কে।

ওয়েস্ট ইন্ডিজের তারকা উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরান ২০২২ সালে ৩টি টি-২০ ম্যাচ খেলেছেন ইডেন গার্ডেন্সে। তাতে ১৮৪ রান করেন পুরান।

২০১১-২০২২ সাল অবধি ইডেন গার্ডেন্সে ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তাতে তিনি করেছেন ১৩৯ রান। গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন কোহলি।

২০১৬-২০২২ সাল অবধি ক্রিকেটের নন্দনকাননে ৬টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। তাতে তিনি করেছেন ১৩৮ রান। বিরাটের মতো রোহিতও গত বছরের টি-২০ বিশ্বকাপের পর এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন।

ভেঙ্কটেশ আইয়ারও রয়েছেন এই তালিকায়। তারকা অলরাউন্ডার ২০২১-২২ সালে ইডেন গার্ডেন্সে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ১১২ রান।

ভারতের বর্তমান টি-২০ টিমের অধিনায়ক সূর্যকুমার যাদব ২০২১-২২ সালে ইডেন গার্ডেন্সে ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। তাতে ১০৭ রান করেছেন স্কাই।

জস বাটলারদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে (২২ জানুয়ারির ম্যাচে) ভালো খেললে সূর্যকুমার যাদব এই তালিকায় পিছনে ফেলে দিতে পারবেন অন্যদের।