T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আট ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কোন ক্রিকেটাররা?
ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেই শুরু হবে কুড়ি-বিশের বিশ্বকাপ। ১৭তম আইপিএল শেষলগ্নে পৌঁছে গিয়েছে। যে কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে ঘুরে ফিরে আলোচনা চলছে। আর এই পরিস্থিতিতে অতীতে ফিরে না গেলেই নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণের আগে এক ঝলকে ছবিতে দেখে নিন এখনও অবধি হওয়া বিশ্বকাপের বাকি ৮টি সংস্করণে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কারা।
1 / 8
২০০৭ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম টি-২০ বিশ্বকাপ। পাকিস্তানকে হারিয়ে ওই ম্যাচ জিতেছিল ভারত। সেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন ইরফান পাঠান। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি ৩ রানে নট আউট ছিলেন ইরফান পাঠান। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
2 / 8
২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সে বার পাকিস্তানের শাহিদ আফ্রিদি পেয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার। তিনি ৪০ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। পাশাপাশি ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
3 / 8
২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের ক্রিকেটার ক্রেগ কিসওয়েটার পেয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার। তিনি ৪৯ বলে ৬৩ রান করেছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
4 / 8
২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস পেয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার। তিনি ৫৬ বলে ৭৮ রান করেছিলেন। পাশাপাশি ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেটও নিয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
5 / 8
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার তারকা কুমার সঙ্গাকারা ৩৫ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। সেই সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন সঙ্গাকারা। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
6 / 8
২০১৪ সালের পর ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন মার্লন স্যামুয়েলস। সে বার তিনি ৬৬ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
7 / 8
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ৫০ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচের সেরার পুরস্কার পান মিচেল মার্শ। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
8 / 8
শেষ টি-২০ বিশ্বকাপে অর্থাৎ ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্যাম কারান ৪ ওভারে ১২ রান ৩ উইকেট নেন। ম্যাচের সেরার পুরস্কারও তিনি পান। একইসঙ্গে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও ঝুলিতে ভরেন স্যাম। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)