IPL 2023: লখনউয়ের বিরুদ্ধে সূর্যোদয় করতে পারেন হায়দরাবাদের যে তারকারা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Apr 07, 2023 | 8:00 AM
LSG vs SRH Key Players, IPL 2023: আজ আইপিএল-২০২৩ এ হায়দরাবাদের অ্যাওয়ে ম্যাচ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৬তম আইপিএলে হায়দরাবাদ তাদের প্রথম ম্যাচে হেরেছিল। এ বার লখনউয়ের ঘরের মাঠে জয়ে ফিরতে চাইবে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম্যাচে সিএসকের কাছে লখনউ হেরেছিল। এ বার লোকেশ রাহুলদের বিরুদ্ধে ম্যাচের রং বদলে দিতে পারেন হায়দরাবাদের যে তারকারা, তাঁদের দেখে নিন ছবিতে...
1 / 8
এইডেন মার্করাম - এ বার সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন এইডেন মার্করাম। ১৬তম আইপিএলের প্রথম ম্যাচে নিজামের শহরের দলকে নেতৃত্ব দিতে পারেননি মার্করাম। লখনউয়ের বিরুদ্ধে তাঁর দিকে বিশেষ নজর থাকবে। তাঁর ব্যাট জ্বলে উঠলে হায়দরাবাদের সূর্যোদয় হতে পারে।
2 / 8
আব্দুল সামাদ - চলতি আইপিএলে হায়দরাবাদের প্রথম ম্যাচে অরেঞ্জ আর্মির কোনও প্লেয়ারই সেভাবে দাগ কাটতে পারেননি। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন সামাদ। তাঁর ক্যামিওতে কিছুটা রানের ব্যবধান কমিয়েছিল সানরাইজার্স। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে তিনি যেহেতু ভালো রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে তাঁকে একাদশে দেখা যেতে পারে।
3 / 8
হ্যারি ব্রুক - এ বারের আইপিএলে হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে সেই অর্থে কোনও ব্যাটারই দলকে টানতে পারেননি। ২০২২ সালে ইংল্যান্ডের এই তরুণ তুর্কির জাতীয় দলে অভিষেক হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএলে খেলতে এসেছেন তিনি। প্রথম ম্যাচে মাত্র ১৩ রান করলেও দ্বিতীয় ম্যাচে তিনি দলকে ভরসা দিতে পারেন।
4 / 8
মায়াঙ্ক আগরওয়াল - পঞ্জাব কিংস থেকে এ বছর সানরাইজার্স হায়দরাবাদে এসেছেন মায়াঙ্ক আগরওয়াল। ক্যাপ্টেন্সির দায়িত্ব পাননি তিনি। ব্যাট হাতে নিজের দাপট দেখিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে দিতে পারেন মায়াঙ্ক। প্রথম ম্যাচে ২৭ রান করেছিলেন তিনি। লখনউয়ের বিরুদ্ধে মায়াঙ্ক রান পেয়ে হায়দরাবাদের সুবিধা হবে।
5 / 8
উমরান মালিক - আইপিএল ফিরতেই ফের শোরগোল ফেলে দিয়েছেন জম্মু-কাশ্মীরের গতির এক্সপ্রেস উমরান মালিক। রাজস্থানের বিরুদ্ধে ৩ ওভার বল করে ১টি উইকেট পেয়েছিলেন উমরান। হায়দরাবাদের তুরুপের তাস উমরান। রাহুল-মেয়ার্সদের বিরুদ্ধে উমরান যদি জ্বলে উঠতে পারেন তা হলে হায়দরাবাদের সূর্য ওঠার সম্ভাবনা বাড়বে।
6 / 8
আদিল রশিদ - ইংল্যান্ডের তারকা ক্রিকেটার রশিদ খান প্রথম ম্যাচে কোনও উইকেট পাননি। কিন্তু তাঁর ইকোনমি রেট ছিল ৮.২৫। উইকেট না পেলেও ১৩ বলে ১৮ রান করেছিলেন আদিল রশিদ। লোকেশ রাহুল-কাইল মেয়ার্সদের যদি চাপে ফেলতে পারেন রশিদ, তা হলে অরেঞ্জ আর্মি ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে।
7 / 8
টি নটরাজন - হায়দরাবাদের বিরুদ্ধে ৩ ওভার বল করে ২টি উইকেট নিয়েছিলেন টি নটরাজন। তিনি ভালো ছন্দেই রয়েছেন। গত ম্যাচের নিরিখে হায়দরাবাদের সকল বোলারদের মধ্যে তাঁর ইকোনমি রেটই সবচেয়ে কম। ফলে লখনউয়ের বিরুদ্ধে তিনি হায়দরাবাদের ভরসা হয়ে উঠতে পারেন।
8 / 8
ফজলহক ফারুকি - রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাদের প্রথম ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন ফজলহক ফারুকি। ৪ ওভার বল করে ২ টি উইকেট পেয়েছিলেন ফারুকি। লখনউয়ের বিরুদ্ধে ফারুকি যদি সুযোগ পান তা হলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন।