Neeraj Chopra-Roger Federer: ‘আমার স্বপ্নপূরণ হল…’, ফেডেরারের সঙ্গে সাক্ষাতে আপ্লুত ভারতের সোনার ছেলে নীরজ

Neeraj Chopra meets Roger Federer: গত বছরের শেষের দিক থেকে বিদেশে অনুশীলন করছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। এ বার জুরিখে তাঁর দেখা হল বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা রজার ফেডেরারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ফেডেক্সের সঙ্গে দেখা হওয়ার ছবি শেয়ার করেছেন নীরজ চোপড়া।

| Updated on: Jan 26, 2024 | 7:00 AM
সুইৎজারল্যান্ডে বর্তমানে অনুশীলন করছেন টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনা জয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

সুইৎজারল্যান্ডে বর্তমানে অনুশীলন করছেন টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনা জয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

1 / 8
জুরিখে এ বার বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা রজার ফেডেরারের (Roger Federer) সঙ্গে দেখা হয়েছে ভারতের জ্যাভলিন স্টার নীরজ চোপড়ার। সোশ্যাল মিডিয়ায় নীরজ সেই ছবি শেয়ার করেছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

জুরিখে এ বার বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা রজার ফেডেরারের (Roger Federer) সঙ্গে দেখা হয়েছে ভারতের জ্যাভলিন স্টার নীরজ চোপড়ার। সোশ্যাল মিডিয়ায় নীরজ সেই ছবি শেয়ার করেছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
নীরজ চোপড়ার সঙ্গে দেখা হওয়ায় রজার ফেডেরার তাঁর হাতে তুলে দিয়েছেন সই করা টেনিস র‌্যাকেট। অন‌্য দিকে নীরজ চোপড়া টেনিস তারকা রজার ফেডেরারের হাতে তুলে দিয়েছেন তাঁর সই করা এশিয়ান গেমসের জার্সি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

নীরজ চোপড়ার সঙ্গে দেখা হওয়ায় রজার ফেডেরার তাঁর হাতে তুলে দিয়েছেন সই করা টেনিস র‌্যাকেট। অন‌্য দিকে নীরজ চোপড়া টেনিস তারকা রজার ফেডেরারের হাতে তুলে দিয়েছেন তাঁর সই করা এশিয়ান গেমসের জার্সি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

3 / 8
ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া টেনিস তারকা রজার ফেডেরারের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'স্পোর্টিং আইকনের সঙ্গে সাক্ষাৎ করা রীতিমতো সম্মানের ব্যাপার। তাঁর কেরিয়ার এবং সাফল্য একাধিক মানুষের প্রেরণার কারণ। আপনার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা দারুণ। আশা করি আগামিদিনে আবার আমাদের দেখা হবে।' (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া টেনিস তারকা রজার ফেডেরারের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'স্পোর্টিং আইকনের সঙ্গে সাক্ষাৎ করা রীতিমতো সম্মানের ব্যাপার। তাঁর কেরিয়ার এবং সাফল্য একাধিক মানুষের প্রেরণার কারণ। আপনার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা দারুণ। আশা করি আগামিদিনে আবার আমাদের দেখা হবে।' (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

4 / 8
ফেডেক্সের সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত নীরজ চোপড়া বলেন, 'জুরিখে রজার ফেডারের সঙ্গে দেখা হওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমি সবসময় ওর দক্ষতাকে শ্রদ্ধা জানিয়েছি। ওর স্পোর্টসম্যানশিপ এবং ক্ষমতা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়। ওর ভদ্রতা এবং খুব সহজে সকলের সঙ্গে মেশার ক্ষমতা আমাকে অভিভূত করেছে।'

ফেডেক্সের সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত নীরজ চোপড়া বলেন, 'জুরিখে রজার ফেডারের সঙ্গে দেখা হওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমি সবসময় ওর দক্ষতাকে শ্রদ্ধা জানিয়েছি। ওর স্পোর্টসম্যানশিপ এবং ক্ষমতা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়। ওর ভদ্রতা এবং খুব সহজে সকলের সঙ্গে মেশার ক্ষমতা আমাকে অভিভূত করেছে।'

5 / 8
নীরজের মতো ফেডেরারও খুশি হয়েছেন তাঁর সঙ্গে দেখা করে। ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেডেরার বলেছেন, 'নীরজ ব্যক্তিগতভাবে এবং ওর দেশের জন্য যা অর্জন করেছে তাতে আমি বিস্মিত। জুরিখে ওর সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লেগেছে।'

নীরজের মতো ফেডেরারও খুশি হয়েছেন তাঁর সঙ্গে দেখা করে। ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেডেরার বলেছেন, 'নীরজ ব্যক্তিগতভাবে এবং ওর দেশের জন্য যা অর্জন করেছে তাতে আমি বিস্মিত। জুরিখে ওর সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লেগেছে।'

6 / 8
২০২৩ সালে ডায়মন্ড লিগের জুরিখ পর্বের সময় নীরজ চোপড়ার খেলা দেখতে সপরিবারে পৌঁছেছিলেন রজার ফেডেরার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল।

২০২৩ সালে ডায়মন্ড লিগের জুরিখ পর্বের সময় নীরজ চোপড়ার খেলা দেখতে সপরিবারে পৌঁছেছিলেন রজার ফেডেরার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল।

7 / 8
ভারতের জ্যাভলিন স্টার এবং ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকা রজার ফেডেরার দু'জনই সুইৎজারল্যান্ড টুরিজমের অ্যাম্বাসাডার।

ভারতের জ্যাভলিন স্টার এবং ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকা রজার ফেডেরার দু'জনই সুইৎজারল্যান্ড টুরিজমের অ্যাম্বাসাডার।

8 / 8
Follow Us: