Neeraj Chopra: জ্যাভলিন থ্রোয়ার না হলে নীরজ চোপড়া কী হতেন, জানেন?
নীরজ চোপড়া... এক ডাকে সকলেই তাঁকে চেনেন। ভারতকে অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম সোনা এনে দেওয়া তারকা তিনি। শুধু দেশে নয়, বিদেশেও নীরজ চোপড়ার পরিচিতি ছড়িয়েছে। জ্যাভলিনের জন্যই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। আর সেই তিনি এ বার জানালেন স্পোর্টস পারসন না হলে তিনি কী হতেন। জানেন কি সোনার ছেলে জ্যাভলিন থ্রোয়ার না হলে কী হতেন?
Most Read Stories