MOST DUCKS: আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য, প্রথম নয়ে কিংবদন্তি ব্যাটার!
Most Duck Individual Stats: ক্রিকেটে সবচেয়ে বেশি হতাশার কী? হার-জিতের বাইরে ব্যক্তিগত নিরিখে বলা যায়, ক্যাচ মিস এবং অবশ্যই রানের খাতা না খুলেই আউট হওয়া। লোয়ার অর্ডারের প্লেয়াররা এই তালিকায় বেশি থাকবে এমনটাই প্রত্যাশিত। কারণ, তাঁদের প্রাথমিক কাজ বোলিং। অনেক বোলারই ব্যাটিংটা ভালো করেন। চমক! রয়েছেন কিংবদন্তি দুই ব্যাটারও। দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শূন্যর তালিকায় প্রথম নয়ে কারা রয়েছেন...।
1 / 9
তালিকায় নবম স্থানে রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। তাঁর ব্যাটের হাত খুব একটা খারাপ নয়। যদিও ৪০১টি আন্তর্জাতিক ম্যাচে ৪৫ বার শূন্যতে ফিরেছেন জিমি।
2 / 9
তালিকায় অষ্টম স্থানে পাকিস্তানের কিংবদন্তি বাঁ হাতি পেসার ওয়াসিম আক্রম। সুলতান অব সুইং কিন্তু ব্যাট সুইংও ভালো করতেন। তিনিও ৪৫ ম্যাচে শূন্যতে ফিরেছেন। যদিও জিমির চেয়ে বেশি (৫৬০) ম্যাচ খেলেছেন ওয়াসিম।
3 / 9
সপ্তম স্থানে রয়েছেন কিউয়ি কিংবদন্তি ড্যানিয়েল ভেত্তোরি। তাঁকে অলরাউন্ডারের তালিকাতেও রাখা যায়। ৪৪২ টি আন্তর্জাতিক ম্যাচে ৪৬ বার শূন্যতে ফিরেছেন অস্ট্রেলিয়া টিমের বর্তমান সহকারী কোচ।
4 / 9
এই তালিকায় ছয় নম্বরে চমক বলা যেতে পারে কিংবদন্তি ব্যাটার। শ্রীলঙ্কার কিংবদন্তি মহেলা জয়বর্ধনে সব ফরম্যাট মিলিয়ে ৬৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৪৭টি ইনিংসে শূন্য!
5 / 9
পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড। কেরিয়ারের শুরুটা হতাশার হলেও পরবর্তীতে কিংবদন্তি বোলার হয়ে উঠেছেন। ব্যাটিংয়ের ক্ষেত্রেও বলা যায় তাঁর ডিফেন্স যথেষ্ট মজবুত। কিন্তু এই হতাশার তালিকায় রয়েছেন তিনিও। ৩৪৪টি আন্তর্জাতিক ম্যাচে ৪৯ বার শূন্যতে ফিরেছেন ব্রড।
6 / 9
সমসংখ্যক শূন্য রানের ইনিংস রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রারও। তিনি ৩৭৬ ম্যাচে ৪৯ বার শূন্যতে ফিরেছেন।
7 / 9
তিন নম্বর জায়গাটা আরও চমকে দেওয়ার মতো। এখানেও শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার। যিনি বল হাতেও কামাল করেছেন। শ্রীলঙ্কা জাতীয় দলের বর্তমান কোচ সনৎ জয়সূর্য। কেরিয়ারে ৫৮৬ টি আন্তর্জাতিক ম্যাচে ৫৩ বার শূন্যতে ফিরেছেন!
8 / 9
দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। তাঁর ক্ষেত্রে অবশ্য অবাক করা বিষয় নয়। ৩৩৭ আন্তর্জাতিক ম্যাচে ৫৪ বার শূন্য ওয়ালশের।
9 / 9
এই তালিকায় শীর্ষে এমন একজন, যিনি উইকেটের তালিকাতেও শীর্ষে। কেরিয়ারে ৮০০ আন্তর্জাতিক উইকেট নেওয়া মুথাইয়া মুরলিধরন। ব্যাটার যেমন চাপে ফেলেছেন, নিজেও ব্যাট হাতে হতাশ হয়েছেন। ৪৯৫ টি আন্তর্জাতিক ম্যাচে ৫৯ বার শূন্য কিংবদন্তি মুরলির। সব ছবি: PTI FILE/Cricket Australia/ICC/X