Ravichandran Ashwin: ভারতীয় দলের সবচেয়ে বড় শত্রু কে? খোলসা করেলেন অশ্বিন

Team India: এ বার প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিনরা। আর তাঁরই আঘে ভারতীয় দলের শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ভারতের তারকা স্পিনার অশ্বিন। ইউটিউবে একটি ব্লগ আপলোড করেছেন তিনি। যেখানে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। কে এই ব্যক্তি তা জানেন?

| Updated on: Dec 25, 2023 | 8:45 AM
ভারতীয় শিবিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাত পোহালেই প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টের ময়দানে নামবে টিম ইন্ডিয়া। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ভারতীয় শিবিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাত পোহালেই প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টের ময়দানে নামবে টিম ইন্ডিয়া। (ছবি:সোশ্যাল মিডিয়া)

1 / 8
ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। সেই আক্ষেপ সঙ্গে নিয়েই একের পর এক সিরিজ জয় করছে ভারত। মূলত তরুণতুর্কীদের কাঁধে ভর দিয়েই এই সিরিজ জিতেছে ভারত। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। সেই আক্ষেপ সঙ্গে নিয়েই একের পর এক সিরিজ জয় করছে ভারত। মূলত তরুণতুর্কীদের কাঁধে ভর দিয়েই এই সিরিজ জিতেছে ভারত। (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 8
এ বার প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিনরা। আর তাঁরই আঘে ভারতীয় দলের শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ভারতের তারকা স্পিনার অশ্বিন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

এ বার প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিনরা। আর তাঁরই আঘে ভারতীয় দলের শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ভারতের তারকা স্পিনার অশ্বিন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 8
ইউটিউবে একটি ব্লগ আপলোড করেছেন তিনি। যেখানে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। কে এই ব্যক্তি তা জানেন? (ছবি:সোশ্যাল মিডিয়া)

ইউটিউবে একটি ব্লগ আপলোড করেছেন তিনি। যেখানে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। কে এই ব্যক্তি তা জানেন? (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 8
ভিডিয়োতে অশ্বিন বলেন, "স্যার আমরা আপনাকে পাপা বা আর ভেঙ্কটেশ বলে পরিচয় করিয়ে দেব? পাপা ভেঙ্কটেশ কিন্তু বেশ ভালো লোক" (ছবি:সোশ্যাল মিডিয়া)

ভিডিয়োতে অশ্বিন বলেন, "স্যার আমরা আপনাকে পাপা বা আর ভেঙ্কটেশ বলে পরিচয় করিয়ে দেব? পাপা ভেঙ্কটেশ কিন্তু বেশ ভালো লোক" (ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 8
এখানেই শেষ নয়। অশ্বিন আরও বলেন, "এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম শত্রু তিনি।  গত মাস পর্যন্ত বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের স্থানীয় ম্যানেজার ছিলেন তিনি। এখন ভারতীয় দলের স্থানীয় ম্যানেজার তিনি।" (ছবি:সোশ্যাল মিডিয়া)

এখানেই শেষ নয়। অশ্বিন আরও বলেন, "এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম শত্রু তিনি। গত মাস পর্যন্ত বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের স্থানীয় ম্যানেজার ছিলেন তিনি। এখন ভারতীয় দলের স্থানীয় ম্যানেজার তিনি।" (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 8
মজার ছলে অশ্বিন স্থানীয় ম্যানেজার ভেঙ্কাটেশকে জিজ্ঞেস করেন, "আপনি আমাদের সঙ্গে কেন এমন করলেন স্যার?" উত্তরে ভেঙ্কাটেশ বলেন, "এটা না হওয়ার আগে আমার জীবনে শান্তি ছিল। তারপর থেকে সব শান্তি শেষ!" (ছবি:সোশ্যাল মিডিয়া)

মজার ছলে অশ্বিন স্থানীয় ম্যানেজার ভেঙ্কাটেশকে জিজ্ঞেস করেন, "আপনি আমাদের সঙ্গে কেন এমন করলেন স্যার?" উত্তরে ভেঙ্কাটেশ বলেন, "এটা না হওয়ার আগে আমার জীবনে শান্তি ছিল। তারপর থেকে সব শান্তি শেষ!" (ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 8
অশ্বিন তাঁকে জিজ্ঞেস করেন অস্ট্রেলিয়া দলের সঙ্গে সময় কাটিয়ে এ বার ভারতীয় দলের সঙ্গে ভ্রমণ। কেমন লাগছে তাঁর? উত্তরে ভেঙ্কাটেস জানান, এই একই কাজ তিনি অজিদের দলে করেছেন। তবে ভারতীয় দল যেহেতু তাঁর কাছের তাই বেশি ভালো লাগছে কাজ করতে।

অশ্বিন তাঁকে জিজ্ঞেস করেন অস্ট্রেলিয়া দলের সঙ্গে সময় কাটিয়ে এ বার ভারতীয় দলের সঙ্গে ভ্রমণ। কেমন লাগছে তাঁর? উত্তরে ভেঙ্কাটেস জানান, এই একই কাজ তিনি অজিদের দলে করেছেন। তবে ভারতীয় দল যেহেতু তাঁর কাছের তাই বেশি ভালো লাগছে কাজ করতে।

8 / 8
Follow Us: