Ravichandran Ashwin: পাওয়ার হিটার হতে ব্যাট-বল ছেড়ে বেসবলে অশ্বিন!
Ravichandran Ashwin Batting: ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন দেশের হয়ে ৯৪টি টেস্টে, ১১৬টি ওডিআই এবং ৬৫টি টি-টোয়েন্টিতে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের নামে রয়েছে ৭১৭টি উইকেট। তাঁর শুধু বোলিং পরিসংখ্যানই নজরকাড়া নয়, ব্যাটিংয়েও তিনি পারদর্শী। রয়েছে ৫টি টেস্ট সেঞ্চুরিও। কিন্তু ব্যাটিংয়ে আরও ভালো করে হাত পাকাতে ব্যাট-বল ছেড়ে বেসবলের সাহায্য নিয়েছেন অশ্বিন। এ কথা জানিয়েছেন নিজেই।
Most Read Stories