Rohit Sharma: ৮ বছরের পার্টনারশিপ, বিবাহবার্ষিকীতে ঋতিকাকে ভালোবাসায় ভরালেন রোহিত

Rohit Sharma and Ritika Sajdeh's wedding anniversary: এক, দুই নয় দেখতে দেখতে একসঙ্গে ৮ বছর কাটিয়ে ফেললেন রোহিত শর্মা ও ঋতিকা সজদে। আজ তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী। এই উপলক্ষ্যে রোহিতের জন্য একটি মিষ্টি বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী ঋতিকা সজদে। বিয়ের জন্মদিনে রোহিতও পিছিয়ে নেই। ৪টি ছবি এবং এক লাইনের একটি বার্তা দিয়ে নিজের মনের ভাব ঋতিকাকে জানিয়ে দিয়েছেন হিটম্যান।

| Edited By: | Updated on: Dec 14, 2023 | 3:29 PM
দিনদুয়েক আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি ও বলিউড তারকা অনুষ্কার শর্মার বিবাহবার্ষিকী ছিল। আজ, ১৩ ডিসেম্বর ভারত অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর স্ত্রী ঋতিকা সজদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে ৮ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন রোহিত-ঋতিকা।

দিনদুয়েক আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি ও বলিউড তারকা অনুষ্কার শর্মার বিবাহবার্ষিকী ছিল। আজ, ১৩ ডিসেম্বর ভারত অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর স্ত্রী ঋতিকা সজদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে ৮ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন রোহিত-ঋতিকা।

1 / 8
২০১৫ সালের ১৩ ডিসেম্বর নিজের ম্যানেজারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রোহিত শর্মা। ঋতিকার সঙ্গে রোহিতের আলাপ হয় কাজের সূত্রে। সেখান থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, প্রেম তারপর বিয়ে।

২০১৫ সালের ১৩ ডিসেম্বর নিজের ম্যানেজারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রোহিত শর্মা। ঋতিকার সঙ্গে রোহিতের আলাপ হয় কাজের সূত্রে। সেখান থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, প্রেম তারপর বিয়ে।

2 / 8
রোহিত শর্মা কেরিয়ারের শুরুর দিকে যখন ভারতীয় টিমে নিজের জায়গা পাকা করার চেষ্টা করতেন, সেই সময় ঋতিকা ছিলেন তাঁর ম্যানেজার। শুরুর দিকে ফোনেই কাজ সংক্রান্ত কথা হত দু'জনের।

রোহিত শর্মা কেরিয়ারের শুরুর দিকে যখন ভারতীয় টিমে নিজের জায়গা পাকা করার চেষ্টা করতেন, সেই সময় ঋতিকা ছিলেন তাঁর ম্যানেজার। শুরুর দিকে ফোনেই কাজ সংক্রান্ত কথা হত দু'জনের।

3 / 8
পরবর্তীতে এক শুটিংয়ের কাজের জন্য ঋতিকা ও রোহিতের প্রথম দেখা হয়। সেই সময় আবার ঋতিকা ও রোহিতের আলাপ করিয়ে দেন যুবরাজ সিং। একইসঙ্গে যুবরাজ আবার রোহিতকে সতর্ক করে দেন ঋতিকা তাঁর বোন। তাই রোহিত যেন তাঁর সঙ্গে প্রেম না করেন।

পরবর্তীতে এক শুটিংয়ের কাজের জন্য ঋতিকা ও রোহিতের প্রথম দেখা হয়। সেই সময় আবার ঋতিকা ও রোহিতের আলাপ করিয়ে দেন যুবরাজ সিং। একইসঙ্গে যুবরাজ আবার রোহিতকে সতর্ক করে দেন ঋতিকা তাঁর বোন। তাই রোহিত যেন তাঁর সঙ্গে প্রেম না করেন।

4 / 8
টিমের সিনিয়র ক্রিকেটার যুবরাজ সিংয়ের কথায় অবশ্য কান দেননি রোহিত। প্রথম বার দেখা হওয়ার পর থেকে ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হতে শুরু করে রোহিত-ঋতিকার। এরপর ৬ বছর ধরে ডেটিং করেন দু'জনে।

টিমের সিনিয়র ক্রিকেটার যুবরাজ সিংয়ের কথায় অবশ্য কান দেননি রোহিত। প্রথম বার দেখা হওয়ার পর থেকে ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হতে শুরু করে রোহিত-ঋতিকার। এরপর ৬ বছর ধরে ডেটিং করেন দু'জনে।

5 / 8
প্রেম নিবেদন করার জন্য অনেকেই বিশেষ জায়গা বেছে নেন। রোহিত শর্মাও নিজের মনের কথা ঋতিকাকে এক বিশেষ জায়গায় জানিয়েছিলেন। কোনও সমুদ্রসৈকত বা বিদেশের কোনও রোম্যান্টিক জায়গায় নয় বোরিভেলির স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে রোহিত ১১ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন, সেখানে ঋতিকাকে মনের কথা জানিয়েছিলেন রোহিত।

প্রেম নিবেদন করার জন্য অনেকেই বিশেষ জায়গা বেছে নেন। রোহিত শর্মাও নিজের মনের কথা ঋতিকাকে এক বিশেষ জায়গায় জানিয়েছিলেন। কোনও সমুদ্রসৈকত বা বিদেশের কোনও রোম্যান্টিক জায়গায় নয় বোরিভেলির স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে রোহিত ১১ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন, সেখানে ঋতিকাকে মনের কথা জানিয়েছিলেন রোহিত।

6 / 8
অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রী ঋতিকার সঙ্গে চারটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ক্যাপশনে লিখেছেন, 'জীবনের সেরা পার্টনারশিপ।'

অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রী ঋতিকার সঙ্গে চারটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ক্যাপশনে লিখেছেন, 'জীবনের সেরা পার্টনারশিপ।'

7 / 8
বিয়ের জন্মদিনে ঋতিকাও ইন্সটাগ্রামে ৪টি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'যে ছেলেটা আমার জীবনে আসার পর জীবনটাই বদলে দিয়েছে আমার। ধন্যবাদ আমার প্রিয় বন্ধু, আমার কমেডিয়ান, আমার পছন্দের মানুষ এবং এক কথায় আমার আশ্রয়। তোমার সঙ্গে জীবনটা পুরো জাদুর মতো। তোমাকে অনেক ভালোবাসি।'

বিয়ের জন্মদিনে ঋতিকাও ইন্সটাগ্রামে ৪টি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'যে ছেলেটা আমার জীবনে আসার পর জীবনটাই বদলে দিয়েছে আমার। ধন্যবাদ আমার প্রিয় বন্ধু, আমার কমেডিয়ান, আমার পছন্দের মানুষ এবং এক কথায় আমার আশ্রয়। তোমার সঙ্গে জীবনটা পুরো জাদুর মতো। তোমাকে অনেক ভালোবাসি।'

8 / 8
Follow Us: