Shivali Shinde : স্মৃতি মান্ধানার বেস্ট ফ্রেন্ড, ভারতীয় ক্রিকেটের ‘মরাঠি মুলগি’কে চেনেন?

ক্রিকেট কেরিয়ারের শুরুটা প্রায় একইসঙ্গে। একই বছরে জন্ম। মহারাষ্ট্রের সাংলির মেয়ে স্মৃতি মান্ধানা ও কোলাপুরের বাসিন্দা শিবালি শিন্ডে হলেন হরিহর আত্মা বন্ধু। তবে কেরিয়ারে সাফল্যের দিক থেকে স্মৃতির থেকে অনেক পিছিয়ে শিবালি।

| Edited By: | Updated on: Jul 11, 2023 | 8:42 AM
২৬ বছরের মহারাষ্ট্রের ক্রিকেটার শিবালি শিন্ডে শিরোনামে এসেছিলেন উইমেন্স প্রিমিয়র লিগ চলাকালীন। চোট পাওয়া ক্রিকেটারের পরিবর্তে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পান শিন্ডে। (ছবি: ইনস্টাগ্রাম)

২৬ বছরের মহারাষ্ট্রের ক্রিকেটার শিবালি শিন্ডে শিরোনামে এসেছিলেন উইমেন্স প্রিমিয়র লিগ চলাকালীন। চোট পাওয়া ক্রিকেটারের পরিবর্তে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পান শিন্ডে। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 9
মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা শিবালি একজন ওপেনিং ব্যাটার। মহারাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম। (ছবি: ইনস্টাগ্রাম)

মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা শিবালি একজন ওপেনিং ব্যাটার। মহারাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 9
তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পা পড়েনি শিবালির। সবেমাত্র ইন্ডিয়া এ খেলেছেন। যেখানে প্রিয় বন্ধু স্মৃতি মান্ধানার কেরিয়ার তরতরিয়ে এগিয়েছে, শিবালি অনেকটাই পিছিয়ে। (ছবি: টুইটার)

তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পা পড়েনি শিবালির। সবেমাত্র ইন্ডিয়া এ খেলেছেন। যেখানে প্রিয় বন্ধু স্মৃতি মান্ধানার কেরিয়ার তরতরিয়ে এগিয়েছে, শিবালি অনেকটাই পিছিয়ে। (ছবি: টুইটার)

3 / 9
ঘরোয়া ক্রিকেটে শিবালির দ্রুত রান তোলার ক্ষমতা নজর কেড়েছে।  (ছবি: ইনস্টাগ্রাম)

ঘরোয়া ক্রিকেটে শিবালির দ্রুত রান তোলার ক্ষমতা নজর কেড়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 9
ভারতীয় এ টিম ছাড়াও সিনিয়র টি-২০ চ্যালেঞ্জার কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে শিবালির।  (ছবি: ইনস্টাগ্রাম)

ভারতীয় এ টিম ছাড়াও সিনিয়র টি-২০ চ্যালেঞ্জার কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে শিবালির। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 9
কিপার ব্যাটার লক্ষ্মী যাদবের চোটের কারণে মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে খেলার সুযোগ হঠাৎ করেই আসে শিবালির কাছে। (ছবি: ইনস্টাগ্রাম)

কিপার ব্যাটার লক্ষ্মী যাদবের চোটের কারণে মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে খেলার সুযোগ হঠাৎ করেই আসে শিবালির কাছে। (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 9
ডব্লিউপিএলে প্রিয় বন্ধু স্মৃতির প্রতিপক্ষ দলে ছিলেন শিবালি।  (ছবি: ইনস্টাগ্রাম)

ডব্লিউপিএলে প্রিয় বন্ধু স্মৃতির প্রতিপক্ষ দলে ছিলেন শিবালি। (ছবি: ইনস্টাগ্রাম)

7 / 9
গত মাসে মহারাষ্ট্র প্রিমিয়র লিগ টি-২০ টুর্নামেন্টে খেলেছেন শিবালি। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। (ছবি: ইনস্টাগ্রাম)

গত মাসে মহারাষ্ট্র প্রিমিয়র লিগ টি-২০ টুর্নামেন্টে খেলেছেন শিবালি। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। (ছবি: ইনস্টাগ্রাম)

8 / 9
ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। জাতীয় দলের হয়ে সুযোগের অপেক্ষায় মহারাষ্ট্রের এই ডান হাতি ব্যাটার। (ছবি: ইনস্টাগ্রাম)

ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। জাতীয় দলের হয়ে সুযোগের অপেক্ষায় মহারাষ্ট্রের এই ডান হাতি ব্যাটার। (ছবি: ইনস্টাগ্রাম)

9 / 9
Follow Us: