Bizarre: জুতোয় ঢেলে শ্যাম্পেন পান, ঘাস খেয়ে জয়ের অদ্ভুত সেলিব্রেশন করেছেন যাঁরা

উদযাপন খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন খেলায় খেলোয়াড়রা তাঁদের সাফল্য এবং জয়ের উদযাপন করে থাকেন। কিন্তু কখনও জুতোয় শ্যাম্পেন কিংবা বিয়ার ঢেলে সেলিব্রেশন করতে দেখেছেন? কিংবা কখনও কোর্টে ঘাস খেয়ে কোনও ক্রীড়াবিদকে সেলিব্রেট করতে দেখেছেন? এক ঝলকে দেখে নিন এই ধরণের কিছু অদ্ভুত সেলিব্রেশন।

| Edited By: | Updated on: Aug 18, 2023 | 9:00 AM
কোনও ক্রীড়াবিদ সাফল্য পেলে স্বাভাবিকভাবে সেলিব্রেট করে থাকেন। কিন্তু তা বলে ঘাস খেয়ে কখনও কোনও ক্রীড়াবিদকে জয়ের সেলিব্রেশন করতে দেখেছেন? যে ক্রীড়াবিদ এমন কাণ্ড ঘটিয়েছেন, তাঁর নাম শুনলে চমকে যাবেন।

কোনও ক্রীড়াবিদ সাফল্য পেলে স্বাভাবিকভাবে সেলিব্রেট করে থাকেন। কিন্তু তা বলে ঘাস খেয়ে কখনও কোনও ক্রীড়াবিদকে জয়ের সেলিব্রেশন করতে দেখেছেন? যে ক্রীড়াবিদ এমন কাণ্ড ঘটিয়েছেন, তাঁর নাম শুনলে চমকে যাবেন।

1 / 8
কথা হচ্ছে আসলে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে নিয়ে। তিনি প্রথম বার উইম্বলডন জেতার পর হঠাৎ কোর্টের ঘাস খেয়ে সেলিব্রেট করেছিলেন। এরপর ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১ এবং ২০২২ সালে উইম্বলডন জেতার পর ঘাস খেয়েই সেলিব্রেট করেছিলেন জোকার।

কথা হচ্ছে আসলে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে নিয়ে। তিনি প্রথম বার উইম্বলডন জেতার পর হঠাৎ কোর্টের ঘাস খেয়ে সেলিব্রেট করেছিলেন। এরপর ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১ এবং ২০২২ সালে উইম্বলডন জেতার পর ঘাস খেয়েই সেলিব্রেট করেছিলেন জোকার।

2 / 8
জোকারের কোর্টের ঘাস খেয়ে সেলিব্রেশনের মতোই অদ্ভুত হল জুতোয় শ্যাম্পেন ঢেলে তা অ্যাথলিটের পান করার দৃশ্য।

জোকারের কোর্টের ঘাস খেয়ে সেলিব্রেশনের মতোই অদ্ভুত হল জুতোয় শ্যাম্পেন ঢেলে তা অ্যাথলিটের পান করার দৃশ্য।

3 / 8
ফর্মুলা ওয়ানে রেসাররা জেতার পর বুট জুতোয় শ্যাম্পেন ঢেলে পান করে থাকেন। দীর্ঘদিন ধরে এই অদ্ভুত সেলিব্রেশন চলে আসছে। একাধিক ফর্মুলা ওয়ান রেসারকে এই ভাবে জয় উদযাপন করতে দেখা গিয়েছে।

ফর্মুলা ওয়ানে রেসাররা জেতার পর বুট জুতোয় শ্যাম্পেন ঢেলে পান করে থাকেন। দীর্ঘদিন ধরে এই অদ্ভুত সেলিব্রেশন চলে আসছে। একাধিক ফর্মুলা ওয়ান রেসারকে এই ভাবে জয় উদযাপন করতে দেখা গিয়েছে।

4 / 8
২০২১ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সে বার অজিরা তাঁদের বিশ্বজয়ের সেলিব্রেশন করার জন্য এক অদ্ভুত পন্থা বেছে নিয়েছিলেন। চ্যাম্পিয়ন হয়ে ড্রেসিংরুমে ফিরে অজি ক্রিকেটাররা জুতোয় বিয়ার ঢেলে পান করেছিলেন।

২০২১ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সে বার অজিরা তাঁদের বিশ্বজয়ের সেলিব্রেশন করার জন্য এক অদ্ভুত পন্থা বেছে নিয়েছিলেন। চ্যাম্পিয়ন হয়ে ড্রেসিংরুমে ফিরে অজি ক্রিকেটাররা জুতোয় বিয়ার ঢেলে পান করেছিলেন।

5 / 8
জিম্বাবোয়ের জোরে বোলার তিনশে পানয়াঙ্গারা উইকেট নিলেই এক অদ্ভুত ভঙ্গিতে সেলিব্রেশন করতেন। তিনি উইকেট নিলেই মাটিতে হামাগুড়ি দিতেন। তিনি জিম্বাবুয়ের হয়ে ৯টি টেস্টে ও ৪৪টি ওডিআইতে খেলেছেন।

জিম্বাবোয়ের জোরে বোলার তিনশে পানয়াঙ্গারা উইকেট নিলেই এক অদ্ভুত ভঙ্গিতে সেলিব্রেশন করতেন। তিনি উইকেট নিলেই মাটিতে হামাগুড়ি দিতেন। তিনি জিম্বাবুয়ের হয়ে ৯টি টেস্টে ও ৪৪টি ওডিআইতে খেলেছেন।

6 / 8
আন্তোনিও ব্রাউন একজন আমেরিকান ফুটবলার চলতি বছরের শুরুতে অবসর নিয়েছেন তিনি। আন্তোনিও ২০১৬ সালে Twerk সেলিব্রেশন করেছিলেন। এর জন্য তিনি ব্যাপক সমালোচিতও হয়েছেন। শুধু তাই নয়, তাঁকে ওই রকম সেলিব্রেশনের জন্য প্রায় ১২ হাজার ডলার জরিমানাও করা হয়েছিল।

আন্তোনিও ব্রাউন একজন আমেরিকান ফুটবলার চলতি বছরের শুরুতে অবসর নিয়েছেন তিনি। আন্তোনিও ২০১৬ সালে Twerk সেলিব্রেশন করেছিলেন। এর জন্য তিনি ব্যাপক সমালোচিতও হয়েছেন। শুধু তাই নয়, তাঁকে ওই রকম সেলিব্রেশনের জন্য প্রায় ১২ হাজার ডলার জরিমানাও করা হয়েছিল।

7 / 8
 বর্তমানে চলছে ফিফা মহিলাদের বিশ্বকাপ। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে ৮৯তম মিনিটে স্পেনের হয়ে গোল করেন ওলমা কারমোনা। এই গোলই দলকে নিয়ে গিয়েছে ফাইনালে। এর আগে ৮১তম মিনিটে দলের হয়ে গোল করেন সালমা প্যারালুয়েলো। ওই গোলের পর তাঁর সতীর্থ আইতানা বনমতি খুশিতে এতটাই পাগল হয়ে যান যে তিনি সালমার জুতোয় চুমু খেয়েছিলেন। এই অদ্ভুত সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বর্তমানে চলছে ফিফা মহিলাদের বিশ্বকাপ। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে ৮৯তম মিনিটে স্পেনের হয়ে গোল করেন ওলমা কারমোনা। এই গোলই দলকে নিয়ে গিয়েছে ফাইনালে। এর আগে ৮১তম মিনিটে দলের হয়ে গোল করেন সালমা প্যারালুয়েলো। ওই গোলের পর তাঁর সতীর্থ আইতানা বনমতি খুশিতে এতটাই পাগল হয়ে যান যে তিনি সালমার জুতোয় চুমু খেয়েছিলেন। এই অদ্ভুত সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

8 / 8
Follow Us: