India vs West Indies : মেন ইন ব্ল্যাক, প্রথম টেস্টের জন্য ডমিনিকায় গেল ভারতীয় দল
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 08, 2023 | 6:56 PM
Team India : ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বার্বাডোজে ঘাঁটি গেড়েছিল টিম ইন্ডিয়া। সপ্তাহখানেকের ক্যাম্পের পর দিন দুয়েকের প্র্যাকটিস ম্যাচ খেলেছে ভারতীয় দল। শনিবার বার্বাডোজ থেকে ডমিনিকায় পৌঁছে গেল ভারতীয় দল। সেখানেই হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।
1 / 8
১২ জুলাই থেকে ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। শনিবার বার্বাডোজ থেকে ডমিনিকার উদ্দেশে রওনা দেয় ভারতীয় দল। (ছবি:টুইটার)
2 / 8
ভারতীয় দলের সদস্যদের গায়ে দেখা গেল অ্যাডিডাসের তৈরি কালো রঙের জার্সি। কলার দেওয়া ও দুই হাতে সাদা স্ট্রাইপ। ভারতীয় ক্রিকেট দলকে সাধারণত এমন কালো রঙা জার্সি পরতে দেখা যায় না। (ছবি:টুইটার)
3 / 8
বিমানবন্দরে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণদের বেশ খোশমেজাজে দেখা গিয়েছে। (ছবি:টুইটার)
4 / 8
বার্বাডোজের ক্যাম্পের প্রাথমিক লক্ষ্য ছিল, দলের দুর্বলতাগুলি দূর করা, তরুণ ক্রিকেটারদের মূল্যয়ন ও বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়রদের অনুশীলনের পর্যাপ্ত অনুশীলন। (ছবি:টুইটার)
5 / 8
প্র্যাকটিস ম্যাচে যশস্বী জয়সওয়াল ৭৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামেন জয়সওয়াল। (ছবি:টুইটার)
6 / 8
জয়সওয়ালের ব্যাটিং দক্ষতা নিয়ে বেজায় সন্তুষ্ট কোচ রাহুল দ্রাবিড়। (ছবি:টুইটার)
7 / 8
প্র্যাকটিস ম্যাচে অর্ধশতরানের ইনিংস এসেছে ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাটেও। (ছবি:টুইটার)
8 / 8
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে সুযোগ পাননি চেতেশ্বর পূজারা। তাঁর পরিবর্তে তিন নম্বরে শুভমন গিলকে খেলানোর পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। (ছবি:টুইটার)