Sachin Tendulkar: ব্যাট দেখে কি আর গাড়িতে থাকা যায়? সারা-অঞ্জলিকে নিয়ে কাশ্মীরে সচিন
Sachin Tendulkar in Kashmir: কাশ্মীর উইলো। ক্রিকেট প্রেমীদের কাছে অতি পরিচিত শব্দ। আবেগেরও। আর ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে সচিন তেন্ডুলকরও তেমনই একটা নাম। ক্রিকেটের ভগবান। বছরের পর বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন। ভারতকে এক সূত্রে বেঁধেছে সচিনের ব্যাটিং। তাঁর অস্ত্রই ছিল ব্যাট। আর চোখের সামনে যদি ব্যাট তৈরির কারখানা থাকে, গাড়িতে আদৌ কি বসে থাকা যায়? সচিনও পারেননি। স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে ঢুকে পড়লেন পুলওয়ামার ব্যাটের কারখানায়।