Team India: বিরাট-রোহিতদের বেতন দিতে কি কিপটেমি করে বিসিসিআই?
এখনকার একাধিক আন্তর্জাতিক ক্রিকেটার দেশের হয়ে খেলার পাশাপাশি জমিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে প্রথমত বেশি অর্থ অর্জন করা, দ্বিতীয়ত নাম, খ্যাতি পাওয়া যায়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। যে কারণে ভারতীয় ক্রিকেটারদের স্যালারি দেওয়ার ক্ষেত্রেও কোনও কার্পন্য করে না বিসিসিআই। আপনারা কি জানেন বোর্ড থেকে কত লক্ষ্মীলাভ হয় বিরাট-রোহিতদের? ছবিতে রইল বিস্তারিত।
1 / 10
বিরাট কোহলি - ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিসিসিআইয়ের A+ গ্রেডের চুক্তি রয়েছে। তিনি প্রতি বছর ৭ কোটি টাকা পান সঙ্গে থাকে ম্যাচ ফি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
2 / 10
রোহিত শর্মা - বিরাট কোহলির মতোই ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বোর্ডের A+ গ্রেডের চুক্তি রয়েছে। রোহিত প্রতি বছর ৭ কোটি টাকা পান সঙ্গে থাকে ম্যাচ ফি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
3 / 10
জসপ্রীত বুমরা - ভারতীয় তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরার বোর্ডের সঙ্গে A+ গ্রেডের চুক্তি রয়েছে। যার ফলে তিনি প্রতি বছর ৭ কোটি টাকা পান। তার সঙ্গে থাকে ম্যাচ ফি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
4 / 10
রবীন্দ্র জাডেজা - ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গে ২০২৩ সালের মার্চে বিসিসিআইয়ের A+ গ্রেডের চুক্তি রয়েছে। তা থেকে তিনি প্রতি বছর ৭ কোটি টাকা পান। একই সঙ্গে থাকে ম্যাচ ফি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
5 / 10
হার্দিক পান্ডিয়া - চোটের কারণে বর্তমানে ২২ গজ থেকে দূরে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বোর্ডের সঙ্গে তাঁর A গ্রেডের চুক্তি রয়েছে। তিনি প্রতি বছর ৫ কোটি টাকা পান, সঙ্গে থাকে ম্যাচ ফি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
6 / 10
রবিচন্দ্রন অশ্বিন - ভারতের সিনিয়র অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন বোর্ডের পক্ষ থেকে প্রতি বছর ৫ কোটি টাকা পান সঙ্গে থাকে ম্যাচ ফি। তিনি বিসিসিআইয়ের A গ্রেডের ক্যাটেগরিতে রয়েছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
7 / 10
মহম্মদ সামি - টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা পেসার মহম্মদ সামির সঙ্গে বোর্ডের A গ্রেডের চুক্তি রয়েছে। তিনি প্রতি বছর ৫ কোটি টাকা পান এবং তার সঙ্গে থাকে ম্যাচ ফি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
8 / 10
ঋষভ পন্থ - ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। তারপরও বিসিসিআইয়ের এখন তাঁর সঙ্গে বার্ষিক চুক্তি রয়েছে A ক্যাটেগরির। তিনি পান ৫ কোটি টাকা। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
9 / 10
অক্ষর প্যাটেল - ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলের সঙ্গে বোর্ডের A গ্রেডের চুক্তি রয়েছে। তিনি প্রতি বছর ৫ কোটি টাকা পান। তার সঙ্গে অক্ষর পান আলাদা ম্যাচ ফি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
10 / 10
লোকেশ রাহুল - ২০২৩ সালের মার্চে বোর্ডের চুক্তিকে অবনতি হয়েছে লোকেশ রাহুলের। তিনি এ ক্যাটেগরি থেকে বি-তে নেমে গিয়েছেন। তাঁর বোর্ডের সঙ্গে বার্ষিক ৩ কোটি টাকার চুক্তি রয়েছে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)