১৭তম আইপিএল শুরু হওয়ার পথে। অবশ্য বোর্ডের পক্ষ থেকে এখনও এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার দিনক্ষণ প্রকাশিত হয়নি।
ভোটের মরসুম বলেই আইপিএলের সূচি প্রকাশে দেরি হচ্ছে। অবশ্য একইসঙ্গে এটা জানা গিয়েছে, ভারতেই হবে আগামী আইপিএল। সেটাই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তির।
আইপিএলে খেলা ক্রিকেটার ও টিমগুলোর রেকর্ডের ছড়াছড়ি রয়েছে। ভালোর পাশাপাশি অনাকাঙ্খিত রেকর্ডও রয়েছে। এক ঝলকে ছবিতে দেখে নিন সেই ৫ ক্রিকেটারকে, যাঁরা আইপিএলে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন।
বিরাট কোহলি - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিটি মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন বিরাট কোহলি। ট্রফির স্বপ্ন তাঁর কখনও পূরণ হয়নি। আইপিএলে ২০১৩ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক ম্যাচে ৯৯ রানে আউট হয়েছিলেন কোহলি।
আইপিএলে ৯৯ এর গেরোতে পড়েছিলেন পৃথ্বী শ-ও। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০১৯ সালে আইপিএলের এক ম্যাচে ৯৯ রানে আউট হয়েছিলেন পৃথ্বী।
ইউনিভার্সাল বসও রয়েছেন এই তালিকায়। ২০২০ সালে পঞ্জাব কিংসের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে ৯৯ রানে আউট হয়েছিলেন ক্রিস গেইল।
মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম দামি ক্রিকেটার ঈশান কিষাণও রয়েছেন আইপিএলে ৯৯ এর গেরোর তালিকায়। ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯৯ রানে আউট হয়েছিলেন।
সিএসকের তারকা ঋতুরাজ গায়কোয়াড়ও আইপিএলে ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলের এক ম্যাচে ৯৯ রান করেছিলেন ঋতুরাজ।