IPL: আইপিএলে ৯৯ এর গেরোয় ফেঁসেছেন বিরাট ও আর কারা?
আইপিএলের বিউগল বাজা শুরু হয়ে গিয়েছে। ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু তাতে কী... লাইটস, ক্যামেরা, অ্যাকশন... শুরু। না কোনও সিনেমার শুটিং শুরু হচ্ছে না। আসলে এই অ্যাকশন হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। রোমাঞ্চে ভরপুর আইপিএলের অপেক্ষায় রয়েছেন দেশ বিদেশের ক্রিকেটাররা। আইপিএলে ক্রিকেটার ও টিমগুলোর রেকর্ডের ছড়াছড়ি রয়েছে। ভালোর পাশাপাশি অনাকাঙ্খিত রেকর্ডও রয়েছে। এক ঝলকে ছবিতে দেখে নিন সেই ৫ ক্রিকেটারকে, যাঁরা আইপিএলে ৯৯ রানে আউট হয়েছেন।