IPL 2023 : প্রথম তিন ম্যাচের তারকা কারা! দেখুন তো মেলে কিনা…
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Apr 02, 2023 | 9:30 AM
Three Match Stars : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হয়েছে শুক্রবার। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দেখা গিয়েছে। হোম-অ্যাওয়ে পুরনো ফরম্য়াট ফিরেছে এ বারের আইপিএলে। এখনও অবধি হয়েছে তিনটি ম্যাচ। এর মধ্যে নজর কাড়লেন কারা! দেখে নেওয়া যাক তাঁদেরই।
1 / 8
এ বার টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হয় গত বারের চ্য়াম্পিয়ন গুজরাট টাইটান্স ও অন্য়তম সফল দল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্য়াট করে সিএসকে। ৫০ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। (ছবি: আইপিএল)
2 / 8
শেষ অবধি অবশ্য ট্র্য়াজিক নায়ক হয়েই মাঠ ছাড়তে হয় চেন্নাইয়ের তরুণ ওপেনার ঋতুরাজকে। রান তাড়ায় ৩৬ বলে ৬৩ রানে গুজরাটের জয়ের মঞ্চ গড়ে দেন শুভমন গিল। আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। (ছবি: আইপিএল)
3 / 8
ঋতুরাজ-শুভমনের ব্যাটিং মাস্টারক্লাসে গুজরাটের জয়ে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট রেখেছেন রশিদ খান। গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট, রান তাড়ায় ক্যামিও। প্রথম ম্য়াচেই সেরার পুরস্কার জিতে নেন লেগস্পিনার রশিদ খান। (ছবি: আইপিএল)
4 / 8
আইপিএলের দ্বিতীয় ম্য়াচে বাধ সেধেছিল বৃষ্টি। পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্য়াচের নিষ্পত্তি হয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। ৭ রানের জয়ে ম্যাচের সেরা অর্শদীপ সিং। তিন উইকেট নেন অর্শদীপ। (ছবি: আইপিএল)
5 / 8
প্রথমে ব্য়াট করে পঞ্জাবকে বড় ইনিংস গড়তে সাহায্য করেন ভানুকা রাজাপক্ষ এবং অধিনায়ক শিখর ধাওয়ান। শ্রীলঙ্কার বাঁ হাতি ব্যাটার ভানুকা অর্ধশতরান করেন। (ছবি: আইপিএল)
6 / 8
রান তাড়ায় সেই অর্থে কোনও পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। শুরু থেকেই ভুল পরিকল্পনায় ডুবেছে। শেষ দিকে মরিয়া চেষ্টা চালান আন্দ্রে রাসেল। ম্যাচ সম্পূর্ণ হলে ফল বদলে দেওয়ার ক্ষীণ আশা ছিল! কেন না, ক্রিজে ছিলেন রাসেল। (ছবি: আইপিএল)
7 / 8
লখনউ সুপার জায়ান্ট বনাম দিল্লি ক্য়াপিটালস ম্যাচ কার্যত এক তরফা হল। ৫০ রানের বিশাল ব্য়বধানে জিতল লখনউ সুপার জায়ান্টস। মাত্র ৩৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কাইল মেয়ার্স। বাউন্ডারি মেরেছেন মাত্র দুটি। সাতটি ওভার বাউন্ডারি কাইল মেয়ার্সের। (ছবি: আইপিএল)
8 / 8
বোর্ডে ১৯৪ রানের বিশাল লক্ষ্য়। এর পরও দিল্লি ক্য়াপিটালস শিবিরে আশা ছিল। মার্ক উডের স্পেলই গুড়িয়ে দেয় দিল্লি ক্য়াপিটালসকে। সব মিলিয়ে ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন মার্ক উড। প্রথম তিন ম্য়াচের মধ্যে সবচেয়ে ইমপ্য়াক্টফুল পারফরম্য়ান্স মার্ক উডেরই। (ছবি: আইপিএল)