Ashneer Grover’s Home: সোনায় মোড়া টেবিল, চোখ ধাঁধানো কারুকার্য, অশনীর গ্রোভারের বাড়ি যেন ইন্দ্রপুরী! রইল ছবি
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jan 24, 2023 | 10:51 AM
Ashneer Grover's Home: অশনীর গ্রোভার-- শার্ক ট্যাঙ্কের প্রথম সিজনে যিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয়। একাধারে ভারত পে'র অধিকর্তা অশনীরের জীবনযাত্রা বেশ বিলাসবহুল। থাকেন সাতমহলা বাড়িতে। তাঁর খাওয়ার টেবিলের দামই নাকি ১০ কোটি টাকা! ঘুরে দেখুন সেই বাড়ি, থুড়ি প্রাসাদ।
1 / 6
অশনীর গ্রোভার-- শার্ক ট্যাঙ্কের প্রথম সিজনে যিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয়। একাধারে ভারত পে'র অধিকর্তা অশনীরের জীবনযাত্রা বেশ বিলাসবহুল। থাকেন সাতমহলা বাড়িতে। তাঁর খাওয়ার টেবিলের দামই নাকি ১০ কোটি টাকা! ঘুরে দেখুন সেই বাড়ি, থুড়ি প্রাসাদ।
2 / 6
ব্যক্তিগত লিফট রয়েছে তাঁর বাড়িতে। বাড়িটি তৈরি হয়েছে ১৮ হাজার স্কোয়ার ফিটের উপর। তাঁর যে চায়ের টেবিল তা আবার সোনা দিয়ে মোড়া।
3 / 6
রয়েছে এক সুন্দর বারও। সেখানে রয়েছে দামি সুরাও। তাঁর ডিনার টেবিলের দাম নাকি ১০ কোটি টাকা। রয়েছে ৫০ মিটারের এক লম্বা বারান্দা।
4 / 6
তাঁর দুই সন্তান অ্যাভি ও মন্নতের ঘরও দেখলে চমকে যেতে হয়। আধুনিকতার সঙ্গে রয়েছে পুরাতনের মিল। ঠিক যেন ফিউশন।
5 / 6
তাঁর গাড়ির সংগ্রহও বেশ ভাল। তবে এ সবই কিন্তু একদিনে হয়নি। প্রচুর পরিশ্রমের ফল তাঁর এই প্রাসাদ।
6 / 6
শার্ক ট্যাঙ্কের এই সিজনে অংশ নেননি অশনীর। তবে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। সম্প্রতি এক বই বার করেছেন অশনীর। নাম দিয়েছেন 'দোগলাপন'।