IAS officer: জেনে নিন এই আইএএস অফিসারের হার না মানার গল্প, অনুপ্রাণিত হবেন আপনিও

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 24, 2021 | 8:39 PM

UPSC Exam অনেকই বলে থাকেন, এই পরীক্ষা দেশের সব থেকে কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটি। প্রত্যেক বছর দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী আইএএস অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে এই পরীক্ষা দিলেও, মাত্র হাতেগোনা কয়েকজন এই পরীক্ষায় সফল হন।

1 / 6
ভারতের সব থেকে আকর্ষণীয় ও সম্মানের চাকরি আইএএস (IAS) বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (Indian Administrative Service)। আইএএস অফিসার হতে গেলে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করতে হয়। অনেকই বলে থাকেন, এই পরীক্ষা দেশের সব থেকে কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটি। প্রত্যেক বছর দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী আইএএস অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে এই পরীক্ষা দিলেও, মাত্র হাতেগোনা কয়েকজন এই পরীক্ষায় সফল হন। প্রিলিমিনারী, মেনস ও পার্সোনাল ইন্টারভিউ; এই তিনটি ধাপে হয় এই পরীক্ষা। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ ৬ বার এই পরীক্ষা দিতে পারেন। আজ এমন একজন সফল আইএএস অফিসারের হার না মানার কাহিনী আমরা তুলে ধরবো, যাতে অনুপ্রাণিত হবেন আপনিও। তাঁর নাম নমিতা শর্মা।। ছবি টুইটার

ভারতের সব থেকে আকর্ষণীয় ও সম্মানের চাকরি আইএএস (IAS) বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (Indian Administrative Service)। আইএএস অফিসার হতে গেলে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করতে হয়। অনেকই বলে থাকেন, এই পরীক্ষা দেশের সব থেকে কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটি। প্রত্যেক বছর দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী আইএএস অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে এই পরীক্ষা দিলেও, মাত্র হাতেগোনা কয়েকজন এই পরীক্ষায় সফল হন। প্রিলিমিনারী, মেনস ও পার্সোনাল ইন্টারভিউ; এই তিনটি ধাপে হয় এই পরীক্ষা। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ ৬ বার এই পরীক্ষা দিতে পারেন। আজ এমন একজন সফল আইএএস অফিসারের হার না মানার কাহিনী আমরা তুলে ধরবো, যাতে অনুপ্রাণিত হবেন আপনিও। তাঁর নাম নমিতা শর্মা।। ছবি টুইটার

2 / 6
নমিতা ইলেকট্রনিক্স ও টেলি কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং (Engineering) পাশ করে দীর্ঘ ২ বছর বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএমে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। কিন্তু কর্মজীবন নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট ছিলেন না। তাই চাকরি ছেড়ে দিয়ে আইএএস পরীক্ষার প্রস্তুতি নেবেন বলে ঠিক করেন নমিতা। । ছবি ইনস্টাগ্রাম

নমিতা ইলেকট্রনিক্স ও টেলি কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং (Engineering) পাশ করে দীর্ঘ ২ বছর বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএমে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। কিন্তু কর্মজীবন নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট ছিলেন না। তাই চাকরি ছেড়ে দিয়ে আইএএস পরীক্ষার প্রস্তুতি নেবেন বলে ঠিক করেন নমিতা। । ছবি ইনস্টাগ্রাম

3 / 6
এই কঠিনতম পরীক্ষার মুখোমুখি হয়ে পরপর চারবার প্রিলিমিনারী পরীক্ষায় অকৃতকার্য হন নমিতা। তাঁর মতে, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করলেও কোথাও একটা ঘাটতি থেকেই যাচ্ছিল।  । ছবি ইনস্টাগ্রাম

এই কঠিনতম পরীক্ষার মুখোমুখি হয়ে পরপর চারবার প্রিলিমিনারী পরীক্ষায় অকৃতকার্য হন নমিতা। তাঁর মতে, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করলেও কোথাও একটা ঘাটতি থেকেই যাচ্ছিল। । ছবি ইনস্টাগ্রাম

4 / 6
কিন্তু এত কিছুর পরেও হার মেনে নেননি নমিতা। ধৈর্য ও অধ্যাবসায়কে পাথেয় করে নিজের লক্ষ্য স্থির রেখে প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন। পরেরবারের পরীক্ষায় প্রিলিম ও মেনস পরীক্ষা উত্তীর্ণ হন। কিন্তু পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডে আবার সঙ্গী হয় ব্যর্থতা। ফলে আইএএস হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায় নমিতার কাছে। লক্ষ্যের খুব কাছে এসেও হার মানতে হয় নমিতাকে। । ছবি ইনস্টাগ্রাম

কিন্তু এত কিছুর পরেও হার মেনে নেননি নমিতা। ধৈর্য ও অধ্যাবসায়কে পাথেয় করে নিজের লক্ষ্য স্থির রেখে প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন। পরেরবারের পরীক্ষায় প্রিলিম ও মেনস পরীক্ষা উত্তীর্ণ হন। কিন্তু পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডে আবার সঙ্গী হয় ব্যর্থতা। ফলে আইএএস হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায় নমিতার কাছে। লক্ষ্যের খুব কাছে এসেও হার মানতে হয় নমিতাকে। । ছবি ইনস্টাগ্রাম

5 / 6
 তাঁর পরেও থেমে যাননি তিনি। এই ব্যর্থতাকে ইতিবাচকভাবে নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচে থাকেন নমিতা। শেষমেষ সাফল্য আসে। ২০১৮ সালে স্বপ্নপূরণ হয় নমিতা শর্মার। সিভিল সার্ভিস পরীক্ষায় সমগ্র দেশের ক্রমতালিকায় ১৪৫ নম্বরে জায়গা করে নেন নমিতা।। ছবি ইনস্টাগ্রাম

তাঁর পরেও থেমে যাননি তিনি। এই ব্যর্থতাকে ইতিবাচকভাবে নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচে থাকেন নমিতা। শেষমেষ সাফল্য আসে। ২০১৮ সালে স্বপ্নপূরণ হয় নমিতা শর্মার। সিভিল সার্ভিস পরীক্ষায় সমগ্র দেশের ক্রমতালিকায় ১৪৫ নম্বরে জায়গা করে নেন নমিতা।। ছবি ইনস্টাগ্রাম

6 / 6
যাঁরা এখন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের প্রতি নমিতার পরামর্শ, কঠোর পরিশ্রম, স্মার্ট ওয়ার্ক আর সময় ধরে প্রস্তুতি। এই তিনটি বিষয়ই হল ইউপিএসসি পরীক্ষা পাস করার এক এবং একমাত্র উপায়। অসফল হলে হতাশা আসবেই, কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো মনের জোর রাখতে হবে। প্রত্যেকটা দিন ধাপে ধাপে লক্ষ্যের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই সাফল্য আসবে।

যাঁরা এখন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের প্রতি নমিতার পরামর্শ, কঠোর পরিশ্রম, স্মার্ট ওয়ার্ক আর সময় ধরে প্রস্তুতি। এই তিনটি বিষয়ই হল ইউপিএসসি পরীক্ষা পাস করার এক এবং একমাত্র উপায়। অসফল হলে হতাশা আসবেই, কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো মনের জোর রাখতে হবে। প্রত্যেকটা দিন ধাপে ধাপে লক্ষ্যের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই সাফল্য আসবে।

Next Photo Gallery