Durga Puja 2022: বাড়ির পুজোয় তিনিই দশভূজা, সামলাচ্ছেন সবই, নিদ্রাহীন রাত কাটছে সুদীপার
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Oct 02, 2022 | 7:12 PM
Sudipa Chatterjee: চট্টোপাধ্যায় বাড়িতে সাজো সাজো রব, হবে নাই বা কেন? বাড়ির পুজো বলে কথা! কর্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের চোখে ঘুম উধাও। সারা রাত ধরে চলছে আয়োজন। একা হাতে সবটাই যে সামলাতে হচ্ছে তাঁকে।
1 / 5
চট্টোপাধ্যায় বাড়িতে সাজো সাজো রব, হবে নাই বা কেন? বাড়ির পুজো বলে কথা! কর্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের চোখে ঘুম উধাও। সারা রাত ধরে চলছে আয়োজন। একা হাতে সবটাই যে সামলাতে হচ্ছে তাঁকে।
2 / 5
প্রতি বছরই বালিগঞ্জের অভিজাত অঞ্চলে এই পুজো হয়ে থাকে। সুদীপাও এই কয়টা দিন কোনও কাজ রাখেন না। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আত্মীয় পরিজনেরাও হাজির হন।
3 / 5
সুদীপা সাজেন সাবেকি সাজে। বছরের অন্য সময় সব ধরনের শাড়ি পরলেও এই সময়টা তাঁর হাতে শাঁখা-পলা, কপাল জোড়া সিঁদুর আর সঙ্গে আটপৌরে সাজে শাড়ি।
4 / 5
সপ্তমীর সকালেও নিয়ম মেনে কলাবউ স্নান থেকে অন্যান্য উপাচার জমিয়ে হয়েছে সেখানে। সে ভিডিয়োও সুদীপা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, "রাত জাগার ফলে মুখ ফুলে গিয়েছে। আমাদের সপ্তমী শুরু হল"।
5 / 5
নবমীতে আয়োজিত হয় মহাভোগের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়-- হাজির থাকেন সেখানে। এবারেও রয়েছে সেই মহাভোগের ব্যবস্থা। মায়ের কাছে এই কয়দিন সুদীপা যেন সেই ছোট্ট মেয়ে, যে সব কিছু করে নিয়ম মেনে, ভুলচুক হয় না একেবারেই।