Suhana Khan: সাদা চিকনকারি লেহেঙ্গায় মিষ্টি শাহরুখ-কন্যা! ‘গাঙ্গুবাই’-এর হাওয়ায় গা ভাসালেন সুহানাও

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Mar 01, 2022 | 11:56 PM

Suhana Khan Fashion: সম্প্রতি, দেশের অন্য়তম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার সাদা চিকনকারি লেহেঙ্গায় ফটোশ্যুট করেছেন সুহানা খান। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

1 / 6
ফ্যাশন দুনিয়ায় শাহরুখ-কন্যার কদর কিন্তু বেশ প্রশংসনীয়। ইভেন্ট বা কোনও অনুষ্ঠানে সুহানা খানা ভারতীয় পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য। এছাড়া অন্য়ান্য সময় পশ্চিমী ড্রেসেই দেখা যায় তাঁকে।

ফ্যাশন দুনিয়ায় শাহরুখ-কন্যার কদর কিন্তু বেশ প্রশংসনীয়। ইভেন্ট বা কোনও অনুষ্ঠানে সুহানা খানা ভারতীয় পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য। এছাড়া অন্য়ান্য সময় পশ্চিমী ড্রেসেই দেখা যায় তাঁকে।

2 / 6
সম্প্রতি, দেশের অন্য়তম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার সাদা চিকনকারি লেহেঙ্গায় ফটোশ্যুট করেছেন সুহানা খান। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি, দেশের অন্য়তম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার সাদা চিকনকারি লেহেঙ্গায় ফটোশ্যুট করেছেন সুহানা খান। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

3 / 6
ব্যাকলেস চোলির সঙ্গে চিকনকারি লেহেঙ্গা আরও দ্বিগুণ স্টাইলিশ দেখাচ্ছে। পোশাকের সঙ্গে মানানসই পনিটেল হেয়ারডোয় অন্যরকম লুক লেগেছে।

ব্যাকলেস চোলির সঙ্গে চিকনকারি লেহেঙ্গা আরও দ্বিগুণ স্টাইলিশ দেখাচ্ছে। পোশাকের সঙ্গে মানানসই পনিটেল হেয়ারডোয় অন্যরকম লুক লেগেছে।

4 / 6
লেহেঙ্গার সঙ্গে সুহানা একজোড়া ঝুমকা বেছে নিয়েছেন। তাতে লুকটি আরও পরিস্কার ও দৃঢ় দেখিয়েছে। তবে মিনিম্যাল মেকআপের সাজেই অসামান্যা লেগেছে শাহরুখ-গৌরী কন্যাকে।

লেহেঙ্গার সঙ্গে সুহানা একজোড়া ঝুমকা বেছে নিয়েছেন। তাতে লুকটি আরও পরিস্কার ও দৃঢ় দেখিয়েছে। তবে মিনিম্যাল মেকআপের সাজেই অসামান্যা লেগেছে শাহরুখ-গৌরী কন্যাকে।

5 / 6
এর আগে একটি লাল সুন্দর শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন সুহানা। সেটিও মণীশ মালহোত্রারই ডিজাইনের শাড়ি ছিল। যেখানে একঝলকে তাঁকে কাজল ভাবলে ভুল হবে না।

এর আগে একটি লাল সুন্দর শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন সুহানা। সেটিও মণীশ মালহোত্রারই ডিজাইনের শাড়ি ছিল। যেখানে একঝলকে তাঁকে কাজল ভাবলে ভুল হবে না।

6 / 6
প্রতিটি ফ্যাশনেই সুহানা নিজস্ব শৈলী ও ফ্য়াশনের চিন্তাভাবনার ছাপ রেখে যায়। সুহানার পরিস্কার ও আধুনিক ফ্যাশন দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে।

প্রতিটি ফ্যাশনেই সুহানা নিজস্ব শৈলী ও ফ্য়াশনের চিন্তাভাবনার ছাপ রেখে যায়। সুহানার পরিস্কার ও আধুনিক ফ্যাশন দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে।

Next Photo Gallery