Mole: আঁচিলের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চান? তাহলে আজ থেকেই এই টিপসগুলো মেনে চলুন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Mar 02, 2022 | 10:04 AM

Mole Removal: মুখে আঁচিল হলে সৌন্দর্য (Beauty) নষ্ট হয়ে যায়। এটি দূর করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ (Medicine) খেয়ে থাকেন। তবে আঁচিল ঘরোয়া উপায়েও (Home Remedies) দূর করা যায়।

1 / 6
কলার খোসার একটা টুকরো আঁচিলের উপরে লাগিয়ে তার উপরে টেপ দিয়ে এঁটে দিন। ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিন। পরের দিন সকালে উঠে খুলে ফেলুন। এই টোটকা প্রতিদিন ব্যবহার করতে পারেন।

কলার খোসার একটা টুকরো আঁচিলের উপরে লাগিয়ে তার উপরে টেপ দিয়ে এঁটে দিন। ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিন। পরের দিন সকালে উঠে খুলে ফেলুন। এই টোটকা প্রতিদিন ব্যবহার করতে পারেন।

2 / 6
আনারসের রস আঁচিলের উপর লাগাতে পারেন নিয়মিত।

আনারসের রস আঁচিলের উপর লাগাতে পারেন নিয়মিত।

3 / 6
কমলালেবুর খোসা একটি ভাল উপায় এর জন্য। কমলা লেবুর খোসা আঁচিলের উপর আলতো হাতে ঘঁষলে উপকার পেতে পারেন।

কমলালেবুর খোসা একটি ভাল উপায় এর জন্য। কমলা লেবুর খোসা আঁচিলের উপর আলতো হাতে ঘঁষলে উপকার পেতে পারেন।

4 / 6
নিয়মিত রসুনের রস লাগাতে পারেন আঁচিলের উপরে। অথবা লবঙ্গ গুঁড়া করে জলের সঙ্গে মেশান। মিশ্রণ লাগিয়ে টেপ এঁটে দিন। কিছুক্ষণ রেখে তুলে ফেলুন।

নিয়মিত রসুনের রস লাগাতে পারেন আঁচিলের উপরে। অথবা লবঙ্গ গুঁড়া করে জলের সঙ্গে মেশান। মিশ্রণ লাগিয়ে টেপ এঁটে দিন। কিছুক্ষণ রেখে তুলে ফেলুন।

5 / 6
অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে সমান পরিমাণে জল মেশান। এরপরে একটু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিয়ে আঁচিলের উপরে লাগান। এবার সেটি একটি ব্যান্ডেজ দিয়ে আটকে দিন। তিন-চার ঘণ্টা এমনই রেখে দিন।

অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে সমান পরিমাণে জল মেশান। এরপরে একটু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিয়ে আঁচিলের উপরে লাগান। এবার সেটি একটি ব্যান্ডেজ দিয়ে আটকে দিন। তিন-চার ঘণ্টা এমনই রেখে দিন।

6 / 6
আলু টুকরো করে কেটে নিন। একটি টুকরো হালকা করে ঘষতে থাকুন। আলুর রস ভাল করে আঁচিলে লাগছে কি না দেখুন।

আলু টুকরো করে কেটে নিন। একটি টুকরো হালকা করে ঘষতে থাকুন। আলুর রস ভাল করে আঁচিলে লাগছে কি না দেখুন।

Next Photo Gallery