Mole: আঁচিলের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চান? তাহলে আজ থেকেই এই টিপসগুলো মেনে চলুন…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Mar 02, 2022 | 10:04 AM
Mole Removal: মুখে আঁচিল হলে সৌন্দর্য (Beauty) নষ্ট হয়ে যায়। এটি দূর করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ (Medicine) খেয়ে থাকেন। তবে আঁচিল ঘরোয়া উপায়েও (Home Remedies) দূর করা যায়।
1 / 6
কলার খোসার একটা টুকরো আঁচিলের উপরে লাগিয়ে তার উপরে টেপ দিয়ে এঁটে দিন। ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিন। পরের দিন সকালে উঠে খুলে ফেলুন। এই টোটকা প্রতিদিন ব্যবহার করতে পারেন।
2 / 6
আনারসের রস আঁচিলের উপর লাগাতে পারেন নিয়মিত।
3 / 6
কমলালেবুর খোসা একটি ভাল উপায় এর জন্য। কমলা লেবুর খোসা আঁচিলের উপর আলতো হাতে ঘঁষলে উপকার পেতে পারেন।
4 / 6
নিয়মিত রসুনের রস লাগাতে পারেন আঁচিলের উপরে। অথবা লবঙ্গ গুঁড়া করে জলের সঙ্গে মেশান। মিশ্রণ লাগিয়ে টেপ এঁটে দিন। কিছুক্ষণ রেখে তুলে ফেলুন।
5 / 6
অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে সমান পরিমাণে জল মেশান। এরপরে একটু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিয়ে আঁচিলের উপরে লাগান। এবার সেটি একটি ব্যান্ডেজ দিয়ে আটকে দিন। তিন-চার ঘণ্টা এমনই রেখে দিন।
6 / 6
আলু টুকরো করে কেটে নিন। একটি টুকরো হালকা করে ঘষতে থাকুন। আলুর রস ভাল করে আঁচিলে লাগছে কি না দেখুন।