TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jan 21, 2023 | 1:30 PM
সানি লিওন, টিনসেল টাউনে বর্তমানে তাঁর চাহিদা তুঙ্গে। ডেটিং রিয়ালিটি শো-তে বর্তমানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন তিনি। সানি ক্রমেই বিনোদন জগতে তাঁর পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন। তবে অতীত ভোলেননি সেলেব।
মাঝে মধ্যেই তাঁর মুখে শোনা যায় কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁক একটা সময়। নীল ছবির জগতে তাঁর দাপটের কথা কম বেশি সকলের জানা। সানিকে নিয়ে ভক্তমনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।
তবে হঠাৎই সানি স্থির করে সরে আসবেন নীল ছবির জগত থেকে। তবে সেই সিদ্ধান্ত নেওয়াটা যতটা সহজ ছিল, ঠিক ততটাই কঠিন ছিল নিজেকে অভিনেত্রী তথা মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা।
একাধিকবার কটাক্ষের শিকারও হতে হয়েছিল সানিকে। যদিও তিনি এ বিষয় বেশ ক্যান্ডিট। রাখঢাক না করেই নীল ছবির জগত নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। নিজেই একবার অ্যাডাল্ট ছবির অডিশন নিয়ে মুখ খুলেছিলেন সানি লিওন।
জানিয়েছিলেন, অনেকেই মনে করেন, পর্ন ছবিতে কাজ করতে হলে ফর্সা রং থাকতে হবে। উচ্চতাও ভাল হওয়া চাই। পাশাপাশি রূপও দেখা হয়। কিন্তু বাস্তব ছবিটা তেমন নয়।
সানির কথায়, রোগা বা স্লিম হওয়ার প্রয়োজন নেই। কারণ এটা বলিউড নয়। ফলে নীল ছবি নিয়ে যাঁরা যাঁরা এমনটা মনে করেন, তাঁরা ভুল। বলিউডে সিলেকশনের জন্য এমন অনেক বিশেষত্বের প্রয়োজন হয়।
তবে নীলছবিতে কাজ করতে হলে এসবের প্রয়োজন নেই। কারণ সেক্ষেত্রে কাজের উদ্দেশ্যটা আলাদা, স্পষ্ট জানিয়ে দেন সানি লিওন। বর্তমানে তিনি নিজেকে নীল ছবির জগতে থেকে সরিয়ে এনে সম্পূর্ণ নতুন ধাঁচে কেরিয়ার তৈরি করে সকলের নজর কেড়েছেন।