AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lokmat Most Stylish Award 2021: সানি লিওনে পেলেন সেরার শিরোপা! লোকমত অ্যাওয়ার্ড জিতে তাক লাগিয়ে দিলেন সবাইকে…

সানি লিওনে ফের সেরার শিরোপা পেলেন। অনেকেই সাম্প্রতিক কালে ফ্যাশনের দারুণ নিদর্শন দিয়ে থাকলেও, ফের সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি। জিতলেন ফ্যাশনিস্তা ২০২১-এর শিরোনাম...

| Edited By: | Updated on: Dec 05, 2021 | 11:37 AM
Share
সম্প্রতি তিনি জিতেছেন সেরা ফ্যাশানিস্তার পুরস্কার। লোকমত আয়োজিত অনুষ্ঠানে তিনিই জিতেছেন সেরা পুরস্কার। পিছনে ফেলে দিয়েছেন সারা আলি খান থেকে জাহ্নবী কাপুরদের মতো তরুণ তুর্কিদেরও।

সম্প্রতি তিনি জিতেছেন সেরা ফ্যাশানিস্তার পুরস্কার। লোকমত আয়োজিত অনুষ্ঠানে তিনিই জিতেছেন সেরা পুরস্কার। পিছনে ফেলে দিয়েছেন সারা আলি খান থেকে জাহ্নবী কাপুরদের মতো তরুণ তুর্কিদেরও।

1 / 5
সানিকে এই দিন অনুষ্ঠানে সাদা অফ শোল্ডার পোশাকে দেখা গেল। এই ছবি তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

সানিকে এই দিন অনুষ্ঠানে সাদা অফ শোল্ডার পোশাকে দেখা গেল। এই ছবি তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

2 / 5
সানিকে মাঝে মধ্যেই নানা কিছু পোস্ট করতে দেখা যায় তাঁর ইনস্টাতে। সেখানেই এই খবর জানালেন নায়িকা। তাঁর এই ছবি দেখে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

সানিকে মাঝে মধ্যেই নানা কিছু পোস্ট করতে দেখা যায় তাঁর ইনস্টাতে। সেখানেই এই খবর জানালেন নায়িকা। তাঁর এই ছবি দেখে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

3 / 5
প্রতিটি ছবিতেই মোহময়ী সানি লিওন। এই পোস্টে সানি তাঁর পুরস্কারের ছবিও শেয়ার করেন। এবং ওই সংস্থাকে ধন্যবাদ জানান। ২০২১ সব থেকে স্টাইলিশ মহিলা তিনিই।

প্রতিটি ছবিতেই মোহময়ী সানি লিওন। এই পোস্টে সানি তাঁর পুরস্কারের ছবিও শেয়ার করেন। এবং ওই সংস্থাকে ধন্যবাদ জানান। ২০২১ সব থেকে স্টাইলিশ মহিলা তিনিই।

4 / 5
 বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বিদেশ ছেড়ে আপতত ভারতেই তাঁর বাস। তবে বলিউডে কেরিয়ার শুরু করতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। কিন্তু সে সব এখন অতীত। এখন সেরার সেরা সানিই।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বিদেশ ছেড়ে আপতত ভারতেই তাঁর বাস। তবে বলিউডে কেরিয়ার শুরু করতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। কিন্তু সে সব এখন অতীত। এখন সেরার সেরা সানিই।

5 / 5