Height in Children: শিশুর উচ্চতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ ‘সুপার ফুড’! দেখুন ছবিতে…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 23, 2022 | 8:29 PM

শারীরিক ভাষা, কথোপকথন দক্ষতা ও শিক্ষার উপর একজনের ব্যক্তিত্ব নির্ভর করে। উচ্চতাও একজনের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ব্যক্তির উচ্চতা চেহারাকে উন্নত করতে ও অন্যদের থেকে আলাদা।

1 / 7
দীর্ঘকায় ব্যক্তিদের একটা এক্সট্রা সুবিধা রয়েছে। উচ্চতা মূলত জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয়। তবে জীবনধারা, খাদ্য ও শারীরিক ক্রিয়াকলাপের মতো কারণগুলি একজন ব্যক্তির উচ্চতাকে প্রভাবিত করে।

দীর্ঘকায় ব্যক্তিদের একটা এক্সট্রা সুবিধা রয়েছে। উচ্চতা মূলত জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয়। তবে জীবনধারা, খাদ্য ও শারীরিক ক্রিয়াকলাপের মতো কারণগুলি একজন ব্যক্তির উচ্চতাকে প্রভাবিত করে।

2 / 7
ভাল খাবার একজন ব্যক্তির উচ্চতা নির্ধারণে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। পুষ্টিকর খাদ্য সঠিকভাবে বৃদ্ধি ও ভাল দৈর্ঘ্যের সম্ভাবনা বৃদ্ধি করে। তাই শিশু থেকেই এই পাঁচ সুপার ফুড খাওয়ানোর অভ্যেস করতে পারেন। যেগুলি যা সর্বোচ্চ পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে।

ভাল খাবার একজন ব্যক্তির উচ্চতা নির্ধারণে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। পুষ্টিকর খাদ্য সঠিকভাবে বৃদ্ধি ও ভাল দৈর্ঘ্যের সম্ভাবনা বৃদ্ধি করে। তাই শিশু থেকেই এই পাঁচ সুপার ফুড খাওয়ানোর অভ্যেস করতে পারেন। যেগুলি যা সর্বোচ্চ পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে।

3 / 7
স্যামন ফিশ- আপনার বাচ্চা যদি মাছ খেতে ভালবাসে, তাহলে স্যামন মাছ দিতে পারেন। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা বাড়ন্ত শিশুদের জন্য খুবই উপকারী। এটি খনিজ ও প্রোটিন সমৃদ্ধি যা বৃদ্ধি ও পেশি নির্মাণে সহায়তা করে। শুধু স্যামন মাছই নয়, বিভিন্ন ধরনের মাছ রান্না করে পাতে দিন।

স্যামন ফিশ- আপনার বাচ্চা যদি মাছ খেতে ভালবাসে, তাহলে স্যামন মাছ দিতে পারেন। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা বাড়ন্ত শিশুদের জন্য খুবই উপকারী। এটি খনিজ ও প্রোটিন সমৃদ্ধি যা বৃদ্ধি ও পেশি নির্মাণে সহায়তা করে। শুধু স্যামন মাছই নয়, বিভিন্ন ধরনের মাছ রান্না করে পাতে দিন।

4 / 7
ডিম- দুধের মত ডিমকেও সম্পূর্ণ খাবার হিসেবে ধরা হয়। প্রোটিন ছাড়াও খনিজ ও ক্যালসিয়াম থাকে, যা বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়তা করে। প্রতিদিন বিকাশের সহায়তা করে।

ডিম- দুধের মত ডিমকেও সম্পূর্ণ খাবার হিসেবে ধরা হয়। প্রোটিন ছাড়াও খনিজ ও ক্যালসিয়াম থাকে, যা বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়তা করে। প্রতিদিন বিকাশের সহায়তা করে।

5 / 7
রাঙালু বা মিষ্টি আলু- অন্ত্রের ভাল ব্য়াকটেরিয়ার সংখ্যা বাড়াতে রাঙালু বেশ উপকারী। এতে রয়েছে ভিটামিন এ -এর বৈশিষ্ট্য, যা হাড়কে রক্ষা করতে সাহায্য করে। মিষ্টি আলুতে ফাইবার থাকায় হজম শক্তিকেও উন্নত করে।

রাঙালু বা মিষ্টি আলু- অন্ত্রের ভাল ব্য়াকটেরিয়ার সংখ্যা বাড়াতে রাঙালু বেশ উপকারী। এতে রয়েছে ভিটামিন এ -এর বৈশিষ্ট্য, যা হাড়কে রক্ষা করতে সাহায্য করে। মিষ্টি আলুতে ফাইবার থাকায় হজম শক্তিকেও উন্নত করে।

6 / 7
বেরিজ- সবধরনের বেরি যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, র‍্যাস্পবেরি  ভিটামিন সি সমৃদ্ধ , যা কোষের বৃদ্ধি ও টিস্যুকে উন্নত করতে সাহায্য করে। বেরিতে উপস্থিত ফাইটো-নিউট্রিয়েন্ট শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য অবিচ্ছেদ্য উপাদান। প্রতিদিনের খাদ্যতালিকায় বেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন সন্ধ্যায় স্ন্যাকসের সঙ্গে বেরির ছোট ছোট অংশ দিন।

বেরিজ- সবধরনের বেরি যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, র‍্যাস্পবেরি ভিটামিন সি সমৃদ্ধ , যা কোষের বৃদ্ধি ও টিস্যুকে উন্নত করতে সাহায্য করে। বেরিতে উপস্থিত ফাইটো-নিউট্রিয়েন্ট শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য অবিচ্ছেদ্য উপাদান। প্রতিদিনের খাদ্যতালিকায় বেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন সন্ধ্যায় স্ন্যাকসের সঙ্গে বেরির ছোট ছোট অংশ দিন।

7 / 7
সবুজ পাতা বা শাকসবজি- বয়ঃসন্ধিকালীন শিশুদের বৃদ্ধি বৃদ্ধিতে সবুজ শাকসবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাক-সবজিতে পাওয়া ভিটামিনগুলি হাড়ের ঘনত্ব উন্নত করে এবং হাড়কে শক্তিশালী করে। একটি বাড়ন্ত শিশুর পুষ্টির চাহিদা পূরণের জন্য সপ্তাহে দুবার সবুজ পাতাযুক্ত খাবার বা প্রচুর পরিমাণে সবুজ সবজি যথেষ্ট।

সবুজ পাতা বা শাকসবজি- বয়ঃসন্ধিকালীন শিশুদের বৃদ্ধি বৃদ্ধিতে সবুজ শাকসবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাক-সবজিতে পাওয়া ভিটামিনগুলি হাড়ের ঘনত্ব উন্নত করে এবং হাড়কে শক্তিশালী করে। একটি বাড়ন্ত শিশুর পুষ্টির চাহিদা পূরণের জন্য সপ্তাহে দুবার সবুজ পাতাযুক্ত খাবার বা প্রচুর পরিমাণে সবুজ সবজি যথেষ্ট।

Next Photo Gallery