নটিংহামের ট্রেন্ট ব্রিজে রবিরাতে রেকর্ড গড়লেন ভারতের মিডল অর্ডারের সফল ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। জস বাটলারদের বিরুদ্ধে ৫৫ বলে ১১৭ রানের দুরন্ত ইনিংস খেলে রোহিত-রায়নাদের এলিট লিস্টে ঢুকে পড়লেন সূর্য। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ব্যাটার হলেন স্কাই।
রবিরাতে ইংল্যান্ডের বিরুদ্ধে চার নম্বরে নামেন সূর্যকুমার যাদব। ১৮.৫ ওভার অবধি ক্রিজে ছিলেন স্কাই। জস বাটলারদের বিরুদ্ধে ৫৫ বলে ১১৭ রান করার পথে সূর্যকুমারের ব্যাটে এসেছে ১৪টি চারও ৬টি ছয়। (ছবি-বিসিসিআই টুইটার)
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ব্যাটার হলেন সূর্যকুমার। রবিরাতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর স্কাই ঢুকে পড়েছেন রোহিত শর্মা, সুরেশ রায়নাদের এলিট গ্রুপে। (ছবি-বিসিসিআই টুইটার)
সূর্যকুমার যাদবের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা, সুরেশ রায়না, লোকেশ রাহুল ও দীপক হুডা। (ছবি-বিসিসিআই টুইটার)
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এ বার মেন ইন ব্লু-র লক্ষ্য আগামীকাল থেকে শুরু হওয়া ৩ ম্যাচের একদিনের সিরিজে। (ছবি-বিসিসিআই টুইটার)