IND vs ENG: রোহিত-রায়নাদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন সূর্যকুমার
নটিংহামের ট্রেন্ট ব্রিজে রবিরাতে রেকর্ড গড়লেন ভারতের মিডল অর্ডারের সফল ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। জস বাটলারদের বিরুদ্ধে ৫৫ বলে ১১৭ রানের দুরন্ত ইনিংস খেলে রোহিত-রায়নাদের এলিট লিস্টে ঢুকে পড়লেন সূর্য। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ব্যাটার হলেন স্কাই।