Common Cancer Symptoms: হঠাৎ করে ওজন কমতে শুরু করেছে? ক্যান্সারের যে ৫ লক্ষণ উপেক্ষা করবেন না…
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 15, 2022 | 8:57 AM
বিশ্বজুড়ে বহু মানুষ ক্যান্সার আক্রান্ত। এই মারণ রোগের সঙ্গে লড়াই করা সহজ বিষয় নয়। তাই এই রোগ সম্পর্কে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। ক্যান্সার প্রথম স্টেজে ধরা পড়লে চিকিৎসার সুযোগ থাকে।
1 / 6
বিশ্বজুড়ে বহু মানুষ ক্যান্সার আক্রান্ত। এই মারণ রোগের সঙ্গে লড়াই করা সহজ বিষয় নয়। তাই এই রোগ সম্পর্কে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। ক্যান্সার প্রথম স্টেজে ধরা পড়লে চিকিৎসার সুযোগ থাকে। ক্যান্সারের বেশি কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা উপেক্ষা করা উচিত নয়।
2 / 6
দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে পিঠে, ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দেয়। আপাতত দৃষ্টিতে এটি ক্যান্সারের লক্ষণ বলে মনে হয় না। কিন্তু এই ব্যথা যদি লাইফস্টাইল পরিবর্তনের পরও না কমে তাহলে বুঝতে হবে সমস্যা রয়েছে। পিঠের নীচের দিকের ব্যথা হলে এটি মূত্রাশয় ও ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে।
3 / 6
খাওয়ার পর যদি প্রায়শই গ্যাস অম্বলের সমস্যা থাকে, পেট ফাঁপে, বমি বমি ভাবের সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এটি গ্যাস্ট্রিক আলসারের লক্ষণও হতে পারে। আবার পেট, গলা বা ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে।
4 / 6
সব টিউমারে ক্যান্সারের ঝুঁকি থাকে না। আবার এমন ছোট ছোট অনেক টিউমারই ক্যান্সারের কোষ গঠন করে। তাই স্তনে বা ত্বকের উপর যদি কোনও মাংসপিণ্ডর অস্বাভাবিক বৃদ্ধি লক্ষণ করেন তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
5 / 6
হঠাৎ করে ওজন কমতে শুরু করলে সচেতন হন। এই ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। পাশাপাশি মলত্যাগের সময় রক্তপাতের ঘটনাও কিন্তু স্বাভাবিক নয়। এই ধরনের উপসর্গ কোষ্ঠকাঠিন্য বা পাইলসের ক্ষেত্রে দেখা গেলেও এটি ক্যান্সারের উপসর্গ হতে পারে।
6 / 6
কাশির সঙ্গে রক্তপাত মোটেও ভাল লক্ষণ নেই। এই ধরনের উপসর্গ জানান দেয় ফুসফুস, স্বরযন্ত্র বা লিউকোমিয়ার ক্যান্সারের। এই ধরনের যে কোনও লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।