দেখে একবারও মনে হয় না, এটাই তরুণ অর্শদীপ সিংয়ের প্রথম বিশ্বকাপ। বাঁ হাতি পেসার চলতি বিশ্বকাপে সাফল্যের গাঁথা বুনেছেন। যে কারণে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের ভরসার পাত্র হয়ে উঠেছেন অর্শদীপ। এখনও পর্যন্ত অর্শদীপের সংগ্রহে এসেছে ১০টি উইকেট। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্শদীপের কাজটা সহজ হবে না। নিজেও ভালোমতো জানেন। জস বাটলার, অ্যালেক্স হেলসদের প্যাভিলিয়নে পাঠাতে কোন অস্ত্র বের করেন অর্শদীপ সেটাই দেখার। (ছবি:টুইটার)