TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jan 31, 2023 | 12:41 PM
মা মধু চোপড়া জানিয়েছিলেন ৫.৭ ফুট। শুনে তাঁর ভাই বলেন দিদির কি সত্যি বয়স ১৭ বছর? প্রিয়াঙ্কা চোপড়ার মা হলেছিলেন হ্যাঁ।
সারোগেসির মাধ্যমে কন্যার জন্ম দেন প্রিয়াঙ্কা-নিক। তাই নিয়ে প্রিয়াঙ্কাকে কটাক্ষও সহ্য করতে হয়েছে। শেষমেশ মালতীর এক বছরের জন্মদিনের আগে প্রিয়াঙ্কা গর্জে উঠে বলেছিলেন, "আমার মেয়েকে এ সবের থেকে একেবারে দূরে সরিয়ে রাখুন আপনারা। ওকে নিয়ে এই ধরনের মন্তব্য় আমি সহ্য করব না।"
মেয়ের জন্মদিনের আগে একটি আন্তর্জাতিক পত্রিকার জন্য ফটোশুট করেছিলেন প্রিয়াঙ্কা। সেই ফটোশুটে তাঁর সঙ্গী ছিল একরত্তি মালতীও। সেই ফটোশুটেও মেয়ের মুখ দেখাননি তিনি। হয়তো চেয়েছিলেন মেয়ের জন্মের এক বছর পূর্ণ না হলে তিনি কিছুতেই মালতীর মুখ দেখাবেন না কাউকে।
সম্প্রতি হলিউড ওয়াক অফ ফেম অনুষ্ঠানে জোনাস ভাইদের সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সঙ্গে মালতীও উপস্থিত ছিল। এবং সেখানেই মেয়ের মুখ দেখিয়েছেন প্রিয়াঙ্কা।
মালতীকে দেখতে হুবহু তার বাবা নিক জোনাসের মতো। এমনটাই মনে করছেন নেটপাড়ার অনেকে। কিন্তু মালতীর সঙ্গে যে মা প্রিয়াঙ্কার গাঢ় বন্ডিং, তা এই ছবিগুলি দেখলেই বোঝা যায়।
মেয়েকে রাজকন্যার মতো সাজিয়ে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। অফ হোয়াইট পোশাক পরিয়েছিলেন তাকে। মালতীর সৌন্দর্য দেখে নেটমহল মুগ্ধ।