Tara Sutaria Fashion: বিয়ের মরসুম সামনেই, তার আগে দেখে নিন তারা সুতারিয়ার এই এথনিক সাজের কিছু ছবি…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 04, 2021 | 10:30 AM

বিয়ের মরসুম এসেই গেল প্রায়। অর্থাৎ আমরা সবাই এথনিক সাজের হদিশ খুঁজছি। চিন্তার কারণ নেই। আপনার কাজ সহজ করে দেবে তারা সুতারিয়ার এই ফটো শুট।

1 / 6
তারা সম্প্রতি একটি ডিজাইনার পুনিত বালানের লেটেস্ট কালেকশনের ফটোশ্যুটের জন্য একটি অসাধারণ সুন্দর লেহেঙ্গা পরেছিলেন। এটি তাঁকে ক্লাসিক ব্রাইডসমেইড লুক এনে দিয়েছিল।

তারা সম্প্রতি একটি ডিজাইনার পুনিত বালানের লেটেস্ট কালেকশনের ফটোশ্যুটের জন্য একটি অসাধারণ সুন্দর লেহেঙ্গা পরেছিলেন। এটি তাঁকে ক্লাসিক ব্রাইডসমেইড লুক এনে দিয়েছিল।

2 / 6
তারার লেহেঙ্গায় একটি ব্যাকলেস ব্রালেটের মতো চোলি ছিল। এছাড়া লেহেঙ্গায় এমব্রয়ডারির সুন্দর কাজ করা ছিল। লেহেঙ্গার সঙ্গে একটা দোপাট্টাও ছিল। তারার চোলিতে কমলা, হলুদ, লাল এবং সবুজ রঙের শেডে ছোট ছোট ফুলের সুতোর কাজ করা ছিল।

তারার লেহেঙ্গায় একটি ব্যাকলেস ব্রালেটের মতো চোলি ছিল। এছাড়া লেহেঙ্গায় এমব্রয়ডারির সুন্দর কাজ করা ছিল। লেহেঙ্গার সঙ্গে একটা দোপাট্টাও ছিল। তারার চোলিতে কমলা, হলুদ, লাল এবং সবুজ রঙের শেডে ছোট ছোট ফুলের সুতোর কাজ করা ছিল।

3 / 6
তারা ফিরোজা সিল্কের একটা ব্লাউজ পরেছিলেন। লেহেঙ্গাতে রেশম এবং কাঁচের কাজের পাশাপাশি নিপুণ হাতের জরির কাজও ছিল।

তারা ফিরোজা সিল্কের একটা ব্লাউজ পরেছিলেন। লেহেঙ্গাতে রেশম এবং কাঁচের কাজের পাশাপাশি নিপুণ হাতের জরির কাজও ছিল।

4 / 6
জনপ্রিয় সেলিব্রিটি স্টাইলিস্ট শালিনা নাথানি তারাকে এই এথনিক সাজে সাজিয়েছেন। তারা সোনা, মুক্তা এবং পান্না দিয়ে তৈরি ব্রেসলেট এবং ঝাড়বাতি স্টাইলের কানের দুল পরেছিলেন।

জনপ্রিয় সেলিব্রিটি স্টাইলিস্ট শালিনা নাথানি তারাকে এই এথনিক সাজে সাজিয়েছেন। তারা সোনা, মুক্তা এবং পান্না দিয়ে তৈরি ব্রেসলেট এবং ঝাড়বাতি স্টাইলের কানের দুল পরেছিলেন।

5 / 6
তারার খোলা চুল কাঁধের দু’পাশে ছড়ানো ছিল। নিউড পিঙ্ক লিপ শেড, হালকা গাঢ় চোখের শেড এবং উজ্জ্বল ত্বকের মধ্যে দিয়ে তাঁর মেকআপ শেষ করেছিলেন।

তারার খোলা চুল কাঁধের দু’পাশে ছড়ানো ছিল। নিউড পিঙ্ক লিপ শেড, হালকা গাঢ় চোখের শেড এবং উজ্জ্বল ত্বকের মধ্যে দিয়ে তাঁর মেকআপ শেষ করেছিলেন।

6 / 6
লেহেঙ্গা সেট ডিজাইনারের ওয়েবসাইটে পাওয়া যায়। এর দাম ৭৭,৫০০ টাকা।

লেহেঙ্গা সেট ডিজাইনারের ওয়েবসাইটে পাওয়া যায়। এর দাম ৭৭,৫০০ টাকা।

Next Photo Gallery
ফটো: ঢেউয়ের মতো ফুলে উঠল মাটি, ভিতরে ঢুকে গেল একের পর এক ১২টি পাকা বাড়ি! ভয়ঙ্কর ঘটনা
European Destinations in Winter: শীতে ইউরোপ যাবেন? আপনার জন্য খোঁজ রইল কিছু আকর্ষণীয় ভ্রমণ স্থানের…