ফটো: ঢেউয়ের মতো ফুলে উঠল মাটি, ভিতরে ঢুকে গেল একের পর এক ১২টি পাকা বাড়ি! ভয়ঙ্কর ঘটনা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 04, 2021 | 10:18 AM

Panskura Flood Situation: দৃশ্য দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল প্রত্যক্ষদর্শীদের। পাঁশকুড়ার ডোম ঘাটের ঘটনা

1 / 6
দেখে মনে হচ্ছিল যেন নীচ থেকে ফুঁড়ে উঠছে মাটি। যেন কোনও দৈত্যাকার জীব মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। দূর থেকে দেখে তাই মনে হবে। চোখের নিমেশেই আসলে মাটি ফুঁড়ে ভিতরে ঢুকে গেল পরপর কয়েকটা পাকা বাড়ি। দৃশ্য দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল প্রত্যক্ষদর্শীদের। পাঁশকুড়ার ডোম ঘাটের ঘটনা।

দেখে মনে হচ্ছিল যেন নীচ থেকে ফুঁড়ে উঠছে মাটি। যেন কোনও দৈত্যাকার জীব মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। দূর থেকে দেখে তাই মনে হবে। চোখের নিমেশেই আসলে মাটি ফুঁড়ে ভিতরে ঢুকে গেল পরপর কয়েকটা পাকা বাড়ি। দৃশ্য দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল প্রত্যক্ষদর্শীদের। পাঁশকুড়ার ডোম ঘাটের ঘটনা।

2 / 6
 রবিবার রাত ১২ টা নাগাদ  পাঁশকুড়ায় ডোম ঘাটের কাছে  ১০-১২টি পাকা দোকান মাটি ভেদ করে ভিতরে ঢুকে যায়। মাত্র কয়েক সেকেন্ডের এই ঘটনা মোবাইলবন্দি করলেন স্থানীয়রা।

রবিবার রাত ১২ টা নাগাদ পাঁশকুড়ায় ডোম ঘাটের কাছে ১০-১২টি পাকা দোকান মাটি ভেদ করে ভিতরে ঢুকে যায়। মাত্র কয়েক সেকেন্ডের এই ঘটনা মোবাইলবন্দি করলেন স্থানীয়রা।

3 / 6
গত শুক্রবার কংসাবতী ব্যারাজ থেকে ৬৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। ফলে জলস্তর বেড়েছিল পাঁশকুড়ার কংসাবতী নদীতে। নদী বাঁধ বরাবর জল পৌঁছে যায় কানায় কানায়।

গত শুক্রবার কংসাবতী ব্যারাজ থেকে ৬৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। ফলে জলস্তর বেড়েছিল পাঁশকুড়ার কংসাবতী নদীতে। নদী বাঁধ বরাবর জল পৌঁছে যায় কানায় কানায়।

4 / 6
কংসাবতীর বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছিল। দুর্বল হয়ে পড়েছিল নদী বাঁধগুলি। রবিবার রাত ১২ টা নাগাদ পাঁশকুড়ায় ডোম ঘাটের কাছে  সেই বাঁধের পাশে থাকা প্রায় ১০ টি দোকান  মুহূর্তেই হুড়মুড়িয়ে পড়ে যায় ।

কংসাবতীর বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছিল। দুর্বল হয়ে পড়েছিল নদী বাঁধগুলি। রবিবার রাত ১২ টা নাগাদ পাঁশকুড়ায় ডোম ঘাটের কাছে সেই বাঁধের পাশে থাকা প্রায় ১০ টি দোকান মুহূর্তেই হুড়মুড়িয়ে পড়ে যায় ।

5 / 6
গত ১৬ ই সেপ্টেম্বর প্রবল জলের তোড়ে ভেঙে গিয়েছিল পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির পটলবাড়ির কাছে কাঁসাই নদীর বাঁধ। এখনেও ভাঙা অবস্থায় পড়ে  রয়েছে সেই বাঁধ। এদিকে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত ভাঙা বাঁধ দিয়ে  জল ঢুকেই চলেছে। যার জেরে প্লাবিত পটলবাড়ি, কানাসি বৃন্দাবন চক, কিশোরচক, বিজয়নগর, কালই, চৈতন্যপুর এক ও দুই নম্বর অঞ্চলের একাধিক এলাকা।

গত ১৬ ই সেপ্টেম্বর প্রবল জলের তোড়ে ভেঙে গিয়েছিল পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির পটলবাড়ির কাছে কাঁসাই নদীর বাঁধ। এখনেও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেই বাঁধ। এদিকে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকেই চলেছে। যার জেরে প্লাবিত পটলবাড়ি, কানাসি বৃন্দাবন চক, কিশোরচক, বিজয়নগর, কালই, চৈতন্যপুর এক ও দুই নম্বর অঞ্চলের একাধিক এলাকা।

6 / 6
দ্রুত বাঁধ সারিয়ে জল আটকানোর ব্যবস্থা না করলে আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিস্তীর্ণ কয়েকটি এলাকায়। দ্রুত বাঁধ মেরামতি করে জল আটকানোর আশ্বাস দিয়েছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

দ্রুত বাঁধ সারিয়ে জল আটকানোর ব্যবস্থা না করলে আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিস্তীর্ণ কয়েকটি এলাকায়। দ্রুত বাঁধ মেরামতি করে জল আটকানোর আশ্বাস দিয়েছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

Next Photo Gallery
Bhabanipur Bypoll Results 2021: ভবানীপুরে বিপুল জয় মমতার, তবু নন্দীগ্রামে ‘এগিয়ে’ ভূমিপুত্রই
Suvendu Adhikari: পুজোর মুখে বড় স্বস্তি শুভেন্দুর, ত্রিপল-চুরি মামলার তদন্তে আপাতত স্থগিতাদেশ