India vs West Indies: ত্রিনিদাদে পা রাখলেন ধাওয়ান অ্যান্ড কোং

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 20, 2022 | 2:59 PM

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজের জন্য ত্রিনিদাদে পৌঁছে গেলেন শিখর ধাওয়ানরা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২২ জুলাই শুরু হচ্ছে ভারতের ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯ জুলাই থেকে ৭ অগস্ট অবধি ৫ ম্যাচের টি-২০ সিরিজে খেলবেন রোহিতরা।

1 / 7
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজের জন্য ত্রিনিদাদে পৌঁছে গেলেন শিখর ধাওয়ানরা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২২ জুলাই শুরু হচ্ছে ভারতের ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯ জুলাই থেকে ৭ অগস্ট অবধি ৫ ম্যাচের টি-২০ সিরিজে খেলবেন রোহিতরা। (ছবি-টুইটার)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজের জন্য ত্রিনিদাদে পৌঁছে গেলেন শিখর ধাওয়ানরা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২২ জুলাই শুরু হচ্ছে ভারতের ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯ জুলাই থেকে ৭ অগস্ট অবধি ৫ ম্যাচের টি-২০ সিরিজে খেলবেন রোহিতরা। (ছবি-টুইটার)

2 / 7
বুধবার সকালেই ত্রিনিদাদে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটাররা। বিমানবন্দরে নামার পরই ফ্রেমবন্দি হয়েছেন ধাওয়ান-সিরাজরা। (ছবি-বিসিসিআই টুইটার)

বুধবার সকালেই ত্রিনিদাদে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটাররা। বিমানবন্দরে নামার পরই ফ্রেমবন্দি হয়েছেন ধাওয়ান-সিরাজরা। (ছবি-বিসিসিআই টুইটার)

3 / 7
নিকোলাস পুরানদের বিরুদ্ধে ২২ জুলাই থেকে ২৭ জুলাই অবধি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলবেন শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত। বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা এই ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই। তাঁদের বিশ্রাম দিয়েছে বোর্ড। এই সিরিজে মেন ইন ব্লু-র হয়ে খেলবেন শ্রেয়স-সিরাজের মতো একঝাঁক তরুণরা। (ছবি-যুজবেন্দ্র চাহাল ইন্সটাগ্রাম)

নিকোলাস পুরানদের বিরুদ্ধে ২২ জুলাই থেকে ২৭ জুলাই অবধি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলবেন শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত। বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা এই ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই। তাঁদের বিশ্রাম দিয়েছে বোর্ড। এই সিরিজে মেন ইন ব্লু-র হয়ে খেলবেন শ্রেয়স-সিরাজের মতো একঝাঁক তরুণরা। (ছবি-যুজবেন্দ্র চাহাল ইন্সটাগ্রাম)

4 / 7
ক্যারিবিয়ান সফরে ভারতের মিডল অর্ডারের সফল তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। ইন্সটাগ্রামের স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন সূর্যকুমারের স্ত্রী। (ছবি-দেবিশা শেট্টি ইন্সটাগ্রাম)

ক্যারিবিয়ান সফরে ভারতের মিডল অর্ডারের সফল তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। ইন্সটাগ্রামের স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন সূর্যকুমারের স্ত্রী। (ছবি-দেবিশা শেট্টি ইন্সটাগ্রাম)

5 / 7
ত্রিনিদাদ যাওয়ার পথে বিমানে একসঙ্গে পোজ দিয়েছেন মহম্মদ সিরাজ, আবেশ খান, সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। (ছবি-টুইটার)

ত্রিনিদাদ যাওয়ার পথে বিমানে একসঙ্গে পোজ দিয়েছেন মহম্মদ সিরাজ, আবেশ খান, সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। (ছবি-টুইটার)

6 / 7
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসনের সফরসঙ্গী হয়েছেন তাঁর স্ত্রী চারুলতা স্যামসন। ক্যারিবিয়ানদের দেশে পাড়ি দেওয়ার আগে বিমান ধরতে গিয়ে স্ত্রীর সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন সঞ্জু। (ছবি-টুইটার)

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসনের সফরসঙ্গী হয়েছেন তাঁর স্ত্রী চারুলতা স্যামসন। ক্যারিবিয়ানদের দেশে পাড়ি দেওয়ার আগে বিমান ধরতে গিয়ে স্ত্রীর সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন সঞ্জু। (ছবি-টুইটার)

7 / 7
ত্রিনিদাদ যাওয়ার পথে খোশমেজাজে সতীর্থ শুভমন গিলের সঙ্গে সময় কাটিয়েছেন ঈশান কিষাণ। দুই তারকা ক্রিকেটারই নিজেদের সোশ্যাল মিডিয়ায় তার ঝলক তুলে ধরেছেন। (ছবি-ঈশান কিষাণ ইন্সটাগ্রাম)

ত্রিনিদাদ যাওয়ার পথে খোশমেজাজে সতীর্থ শুভমন গিলের সঙ্গে সময় কাটিয়েছেন ঈশান কিষাণ। দুই তারকা ক্রিকেটারই নিজেদের সোশ্যাল মিডিয়ায় তার ঝলক তুলে ধরেছেন। (ছবি-ঈশান কিষাণ ইন্সটাগ্রাম)

Next Photo Gallery