CWG 2022: বার্মিংহ্যাম রওনা দিলেন মনিকা-শরথরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 24, 2022 | 6:20 PM

Commonwealth Games 2022: আর মাত্র ৪দিন পরই বার্মিংহ্যামে শুরু হয়ে যাবে মাল্টি স্পোর্টস ইভেন্ট। আজ, রবিবার বার্মিংহ্যাম রওনা দিলেন ভারতের টেবল টেনিস প্লেয়াররা। ২০০২ সাল থেকে কমনওয়েলথে অন্তর্ভূক্ত হয় টেবল টেনিস। তারপর থেকে প্রতি বারই কমনওয়েলথে অংশ নিয়েছেন ভারতীয় টিটি প্লেয়াররা। এবং শুধু অংশ নিয়েছেন তা বলা ঠিক হবে না, কমনওয়েলথে ভারতের টিটি প্লেয়ারদের পারফরম্যান্স বরাবরই ভালো। কমনওয়েলথ গেমস থেকে ভারতের প্লেয়াররা এখনও অবধি মোট ২০ টি পদক পেয়েছেন। এ বারও মনিকা-শরথদের দিকে দেশবাসী তাকিয়ে থাকবে পদকের আশায়।

1 / 5
আর মাত্র ৪দিন পরই বার্মিংহ্যামে শুরু হয়ে যাবে মাল্টি স্পোর্টস ইভেন্ট। আজ, রবিবার বার্মিংহ্যাম রওনা দিলেন ভারতের টেবল টেনিস প্লেয়াররা। ২০০২ সাল থেকে কমনওয়েলথে অন্তর্ভূক্ত হয় টেবল টেনিস। তারপর থেকে প্রতি বারই কমনওয়েলথে অংশ নিয়েছেন ভারতীয় টিটি প্লেয়াররা। এবং শুধু অংশ নিয়েছেন তা বলা ঠিক হবে না, কমনওয়েলথে ভারতের টিটি প্লেয়ারদের পারফরম্যান্স বরাবরই ভালো। (ছবি-সাই মিডিয়া টুইটার)

আর মাত্র ৪দিন পরই বার্মিংহ্যামে শুরু হয়ে যাবে মাল্টি স্পোর্টস ইভেন্ট। আজ, রবিবার বার্মিংহ্যাম রওনা দিলেন ভারতের টেবল টেনিস প্লেয়াররা। ২০০২ সাল থেকে কমনওয়েলথে অন্তর্ভূক্ত হয় টেবল টেনিস। তারপর থেকে প্রতি বারই কমনওয়েলথে অংশ নিয়েছেন ভারতীয় টিটি প্লেয়াররা। এবং শুধু অংশ নিয়েছেন তা বলা ঠিক হবে না, কমনওয়েলথে ভারতের টিটি প্লেয়ারদের পারফরম্যান্স বরাবরই ভালো। (ছবি-সাই মিডিয়া টুইটার)

2 / 5
কমনওয়েলথ গেমস থেকে ভারতের প্লেয়াররা এখনও অবধি মোট ২০ টি পদক পেয়েছেন। তার মধ্যে রয়েছে ৬টি সোনা, ৪টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। এ বারও মনিকা-শরথদের দিকে দেশবাসী তাকিয়ে থাকবে পদকের আশায়। এ বারের কমনওয়েলথে ১০ সদস্যের দল পাঠাচ্ছে ভারত। (ছবি-সাই মিডিয়া টুইটার)

কমনওয়েলথ গেমস থেকে ভারতের প্লেয়াররা এখনও অবধি মোট ২০ টি পদক পেয়েছেন। তার মধ্যে রয়েছে ৬টি সোনা, ৪টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। এ বারও মনিকা-শরথদের দিকে দেশবাসী তাকিয়ে থাকবে পদকের আশায়। এ বারের কমনওয়েলথে ১০ সদস্যের দল পাঠাচ্ছে ভারত। (ছবি-সাই মিডিয়া টুইটার)

3 / 5
২০১৮ সালে গোল্ড কোস্টে ভারতের টেবল টেনিস প্লেয়াররা সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন। ভারতের সবথেকে অভিজ্ঞ ও সফল টিটি প্লেয়ার হলেন শরথ কমল। তিনি কমনওয়েলথে ৪টি সোনাসহ মোট ৯টি পদক পেয়েছেন। (ছবি-সাথিয়ান গণশেখরন টুইটার)

২০১৮ সালে গোল্ড কোস্টে ভারতের টেবল টেনিস প্লেয়াররা সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন। ভারতের সবথেকে অভিজ্ঞ ও সফল টিটি প্লেয়ার হলেন শরথ কমল। তিনি কমনওয়েলথে ৪টি সোনাসহ মোট ৯টি পদক পেয়েছেন। (ছবি-সাথিয়ান গণশেখরন টুইটার)

4 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা দলের সদস্যরা হলেন - মনিকা বাত্রা, শ্রীজা আকুলা, রীত রিশ্যা, দিয়া চিতলে, স্বস্তিকা ঘোষ (রিজার্ভ)। (ছবি-সাই মিডিয়া টুইটার)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা দলের সদস্যরা হলেন - মনিকা বাত্রা, শ্রীজা আকুলা, রীত রিশ্যা, দিয়া চিতলে, স্বস্তিকা ঘোষ (রিজার্ভ)। (ছবি-সাই মিডিয়া টুইটার)

5 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের পুরুষ দলের সদস্যরা হলেন - শরথ কমল, সাথিয়ান গণশেখরন, হরমীত দেশাই, সানিল শেঠী, মানুশ শাহ (রিজার্ভ)। (ছবি-সাই মিডিয়া টুইটার)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের পুরুষ দলের সদস্যরা হলেন - শরথ কমল, সাথিয়ান গণশেখরন, হরমীত দেশাই, সানিল শেঠী, মানুশ শাহ (রিজার্ভ)। (ছবি-সাই মিডিয়া টুইটার)

Next Photo Gallery