ফোনে স্ক্রল করতে করতেই সেরে ফেলা যাচ্ছে শপিং। তার জন্য আর আলাদা করে সময় বের করার কোনও প্রয়োজন নেই। বাড়িতে বসেই পছন্দের জিনিস অর্ডার করে দিলেই বাড়িতে চলে আসবে ডেলিভারি।
তবে এসব কিছুই তো গেল সুবিধার কথা। অসুবিধাতা কোথায় জানেন? জালিয়াতি! বর্তমানে জালিয়াতির পরিমাণ এতটাই বেড়েছে যে, অনলাইন শপিংয়ের দিকেও নজর জালিয়াতদের।
আপনি শপিং করছেন, আর এদিকে যা যা ব্যক্তিগত তথ্য ব্যবহার করছেন সমস্তটাই সেই সাইটের মাধ্যমে হ্যাকারের কাছে পৌছিয়ে যাচ্ছে। আর তারপরেই নিমেষে উধাও হচ্ছে ব্য়াঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা।
তাই অনলাইনে কেনাকাটা করার সময়, অনেক দিকে নজর রাখতে হয়। নাহলে আপনি জালিয়াতির শিকার হতে পারেন। তাই আপনাকে জানানো হবে, অনলাইকে কোনও কিছু অর্ডার করার আগে কোন কোন বিষয়ে নজর রাখবেন।
অনলাইন কেনাকাটার সময় দেখে নেবেন, সেই ওয়েবসাইট যেন সর্বদা https দিয়ে শুরু হয়। এমন দেখলে তবেই একটি ওয়েবসাইট ব্যবহার করা উচিত। http দেখলে মনে করবেন সেই সাইটটি জাল।
আকর্ষণীয় অফার দেখার পর কখনওই নিজের বাজেটের বেশি কেনাকাটা করা উচিত নয়। আর অত্য়াধিক বেশি কিছু অফার দেখলেই সব কিছু যাচাই করে নেবেন। কোথাও ফ্রিতে বা বিনামূল্যে কিছু দেওয়া হচ্ছে, এমন অফার দেখলে এড়িয়ে চলুন।
অনলাইনে কেনাকাটা করার সময় বিশেষ খেয়াল রাখবেন যে, আপনি যেন কোনও অচেনা ব্যক্তির পাবলিক ওয়াই-ফাই বা ইন্টারনেট ব্যবহার না করেন। এতে আপনার ব্যক্তিগত তথ্য তার কাছে চলে যেতে পারে।
প্রয়োজনে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি অপশনটি বেছে নিতে পারেন। এতে যখনই আপনার কাছে সেই জিনিসটি আসবে, তখন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেমেন্ট করবেন।