বিশ্বের সবচেয়ে বড় মশা! প্রাণ কাড়তে সময় নেয় মাত্র 20 সেকেন্ড

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 15, 2023 | 3:13 PM

world's Biggest Mosquito: 2017 সালের আগস্টে সিচুয়ান প্রদেশের মাউন্ট কুইংচেং নামে একটি স্থান থেকে এ মশাটিকে প্রথম পাওয়া যায়। জানা গিয়েছে, দানবাকৃতির এ মশার প্রজাতিটির প্রথম দেখা মেলে 1876 সালে জাপানে।

1 / 8
চিনের সিচুয়ান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় মশা পাওয়া যায়। এই মশা দেখতে এতটাই বড় যে এর ডানার বিস্তার 11 সেন্টিমিটার পর্যন্ত।

চিনের সিচুয়ান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় মশা পাওয়া যায়। এই মশা দেখতে এতটাই বড় যে এর ডানার বিস্তার 11 সেন্টিমিটার পর্যন্ত।

2 / 8
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি “হলোরাসিয়া মিকাডো (Holorussia Mikado)” প্রজাতির বিশ্বের বৃহত্তম মশা। এই মশাটি খুবই বিষাক্ত।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি “হলোরাসিয়া মিকাডো (Holorussia Mikado)” প্রজাতির বিশ্বের বৃহত্তম মশা। এই মশাটি খুবই বিষাক্ত।

3 / 8
এর কামড়ের 20 সেকেন্ডের মধ্যে একজনের মৃত্যু হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মশার তালিকায় কাদের নাম রেখেছেন বিজ্ঞানীরা।

এর কামড়ের 20 সেকেন্ডের মধ্যে একজনের মৃত্যু হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মশার তালিকায় কাদের নাম রেখেছেন বিজ্ঞানীরা।

4 / 8
2017 সালের আগস্টে সিচুয়ান প্রদেশের মাউন্ট কুইংচেং নামে একটি স্থান থেকে এ মশাটিকে প্রথম পাওয়া যায়। জানা গিয়েছে, দানবাকৃতির এ মশার প্রজাতিটির প্রথম দেখা মেলে 1876 সালে জাপানে।

2017 সালের আগস্টে সিচুয়ান প্রদেশের মাউন্ট কুইংচেং নামে একটি স্থান থেকে এ মশাটিকে প্রথম পাওয়া যায়। জানা গিয়েছে, দানবাকৃতির এ মশার প্রজাতিটির প্রথম দেখা মেলে 1876 সালে জাপানে।

5 / 8
ব্রিটিশ পতঙ্গবিজ্ঞানী জন ওয়েস্টউড এর নামকরণ করেন। এ প্রজাতির মশার প্রসারিত পাখার দৈর্ঘ্য সাধারণত হয় আট সেন্টিমিটার।

ব্রিটিশ পতঙ্গবিজ্ঞানী জন ওয়েস্টউড এর নামকরণ করেন। এ প্রজাতির মশার প্রসারিত পাখার দৈর্ঘ্য সাধারণত হয় আট সেন্টিমিটার।

6 / 8
চিনের পশ্চিমাঞ্চলে এ মশাটিকে ডাকা হয় ‘সারস মশা’। বেঢপ আকৃতির কারণে এরা তেমন উড়তে পারে না। অনেকটা লাফানোর ভঙ্গিতে এরা চলাফেরা করে।

চিনের পশ্চিমাঞ্চলে এ মশাটিকে ডাকা হয় ‘সারস মশা’। বেঢপ আকৃতির কারণে এরা তেমন উড়তে পারে না। অনেকটা লাফানোর ভঙ্গিতে এরা চলাফেরা করে।

7 / 8
এদের খুঁজে পাওয়া খুবই কষ্টকর। অনেক ঘন গাছপালা সমৃদ্ধ জঙ্গলে লুকিয়ে থাকতে পছন্দ করে। পৃথিবীতে প্রায় 10 হাজারেরও বেশি প্রজাতির মশার বসবাস।

এদের খুঁজে পাওয়া খুবই কষ্টকর। অনেক ঘন গাছপালা সমৃদ্ধ জঙ্গলে লুকিয়ে থাকতে পছন্দ করে। পৃথিবীতে প্রায় 10 হাজারেরও বেশি প্রজাতির মশার বসবাস।

8 / 8
এরমধ্যে খুববেশি হলে 100টি প্রজাতি রক্ত খায়। আর বাকিরা বিভিন্ন রোগ-জীবাণুর সংক্রমণের কারণ। তবে প্রাণ কেড়ে নিতে 20 সেকেন্ড সময় লাগে।

এরমধ্যে খুববেশি হলে 100টি প্রজাতি রক্ত খায়। আর বাকিরা বিভিন্ন রোগ-জীবাণুর সংক্রমণের কারণ। তবে প্রাণ কেড়ে নিতে 20 সেকেন্ড সময় লাগে।

Next Photo Gallery