চলতি বছরে WhatsApp এনেছে বিপুল ফিচার, সব ক’টিই পেয়েছেন তো?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 17, 2023 | 1:26 PM

WhatsApp Features: গোটা বছর জুড়ে হোয়াটসঅ্যাপ অনেক দুর্দান্ত ফিচার লঞ্চ করেছে। কখনও নিরাপত্তার দিকে খেয়াল করে, কখনও আবার বিনোদনের দিকে নজর রেখে একের পর নতুন ফিচার হাজির করেছে কোম্পানিটি। চলুন সেই তালিকার দিকেই নজর রাখা যাক। সবচেয়ে জনপ্রিয় কিছু হোয়াটসঅ্যাপ ফিচার দেখে নিন। তালিকার প্রথমেই রয়েছে ভয়েস নোট এবং পিন চ্যাট।

1 / 8
গোটা বছর জুড়ে হোয়াটসঅ্যাপ অনেক দুর্দান্ত ফিচার লঞ্চ করেছে। কখনও নিরাপত্তার দিকে খেয়াল করে, কখনও আবার বিনোদনের দিকে নজর রেখে একের পর নতুন ফিচার হাজির করেছে কোম্পানিটি।

গোটা বছর জুড়ে হোয়াটসঅ্যাপ অনেক দুর্দান্ত ফিচার লঞ্চ করেছে। কখনও নিরাপত্তার দিকে খেয়াল করে, কখনও আবার বিনোদনের দিকে নজর রেখে একের পর নতুন ফিচার হাজির করেছে কোম্পানিটি।

2 / 8
চলুন সেই তালিকার দিকেই নজর রাখা যাক। সবচেয়ে জনপ্রিয় কিছু হোয়াটসঅ্যাপ ফিচার দেখে নিন। তালিকার প্রথমেই রয়েছে ভয়েস নোট এবং পিন চ্যাট।

চলুন সেই তালিকার দিকেই নজর রাখা যাক। সবচেয়ে জনপ্রিয় কিছু হোয়াটসঅ্যাপ ফিচার দেখে নিন। তালিকার প্রথমেই রয়েছে ভয়েস নোট এবং পিন চ্যাট।

3 / 8
আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস এবং অ্যাপের উপরে গুরুত্বপূর্ণ চ্যাট হিসাবে ভয়েস নোট পিন করতে পারেন। আপনি স্ট্যাটাসে 30 সেকেন্ডের ভয়েস নোট সেট করতে পারবেন।

আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস এবং অ্যাপের উপরে গুরুত্বপূর্ণ চ্যাট হিসাবে ভয়েস নোট পিন করতে পারেন। আপনি স্ট্যাটাসে 30 সেকেন্ডের ভয়েস নোট সেট করতে পারবেন।

4 / 8
তারপরেই রয়েছে এডিট মেসেজ এবং কম্প্যানিয়ন মোড। হোয়াটসঅ্যাপ কিছুক্ষণ আগে ব্যবহারকারীদের মেসেজ এডিট করার ফিচার দিয়েছে। এর অধীনে, আপনি পরবর্তী 15 মিনিটের জন্য ভুলভাবে পাঠানো মেসেজ এডিট করা যাবে।

তারপরেই রয়েছে এডিট মেসেজ এবং কম্প্যানিয়ন মোড। হোয়াটসঅ্যাপ কিছুক্ষণ আগে ব্যবহারকারীদের মেসেজ এডিট করার ফিচার দিয়েছে। এর অধীনে, আপনি পরবর্তী 15 মিনিটের জন্য ভুলভাবে পাঠানো মেসেজ এডিট করা যাবে।

5 / 8
এছাড়াও, আপনি একাধিক ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। এর জন্য আপনি Link device-এর অপশন পাবেন।

এছাড়াও, আপনি একাধিক ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। এর জন্য আপনি Link device-এর অপশন পাবেন।

6 / 8
চ্যাট লক এবং এইচডি ফটোও জনপ্রিয় একটি ফিচার। হোয়াটসঅ্যাপে, আপনি চ্যাট লকের মাধ্যমে আপনার চ্যাটগুলি লক করতে পারেন। এছাড়াও, এখন আপনি একে অপরকে এইচডি মানের ফটো এবং ভিডিয়ো পাঠাতে পারেন।

চ্যাট লক এবং এইচডি ফটোও জনপ্রিয় একটি ফিচার। হোয়াটসঅ্যাপে, আপনি চ্যাট লকের মাধ্যমে আপনার চ্যাটগুলি লক করতে পারেন। এছাড়াও, এখন আপনি একে অপরকে এইচডি মানের ফটো এবং ভিডিয়ো পাঠাতে পারেন।

7 / 8
হোয়াটসঅ্যাপ সম্প্রতি ভারতে চ্যানেল ফিচার লাইভ করেছে। এর সাহায্যে, আপনি আপনার প্রিয় সেলিব্রিটি, কনটেন্ট ক্রিয়েটর এবং সংস্থার সঙ্গে সংযোগ করতে পারেন।

হোয়াটসঅ্যাপ সম্প্রতি ভারতে চ্যানেল ফিচার লাইভ করেছে। এর সাহায্যে, আপনি আপনার প্রিয় সেলিব্রিটি, কনটেন্ট ক্রিয়েটর এবং সংস্থার সঙ্গে সংযোগ করতে পারেন।

8 / 8
আপনি যদি হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে প্রচুর কল পান, তবে আপনি কোম্পানির নতুন ফিচারটি ব্যবহার করতে পারেন। এটির সাহায্যে, আপনি অপরিচিত নম্বর থেকে আসা কলগুলিকে সাইলেন্স করতে পারবেন। এছাড়া শীঘ্রই হোয়াটসঅ্যাপের লেআউট বদলাতে চলেছে সংস্থাটি।

আপনি যদি হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে প্রচুর কল পান, তবে আপনি কোম্পানির নতুন ফিচারটি ব্যবহার করতে পারেন। এটির সাহায্যে, আপনি অপরিচিত নম্বর থেকে আসা কলগুলিকে সাইলেন্স করতে পারবেন। এছাড়া শীঘ্রই হোয়াটসঅ্যাপের লেআউট বদলাতে চলেছে সংস্থাটি।

Next Photo Gallery